রাজ্যপালকে আরও ব্রাত্য করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের ভিজিটর

আচার্য পদে মুখ্যমন্ত্রী। এরপর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও রাজ্যপালকে দূরে রাখতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।     বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে। ভিজিটর হচ্ছেন…

short-samachar

আচার্য পদে মুখ্যমন্ত্রী। এরপর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও রাজ্যপালকে দূরে রাখতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে। ভিজিটর হচ্ছেন শিক্ষামন্ত্রী। খবর নবান্ন সূত্রে।

এবিষয়ে রাজ্যের তরফে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আগেই ক্যাবিনেট বৈঠকে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব এনেছে সরকার। আচার্য পদে আনা হবে মুখ্যমন্ত্রীকে। মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে আগামী দিনে এবিষয়ে বিল আনতে চলেছে সরকার।

এবার বেসরকারি কলেজগুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য।

শিক্ষাবিদরা মনে করছেন, বেসরকারি কলেজগুলিতে শিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে আনা হলে সেখানে রাজনীতি অনুপ্রদেশ করতে পারে। এর ফলে শিক্ষার মান আগের থেকে কমে যেতে পারে।