নারকেলডাঙা, তারাতলার রেশ কাটতে না কাটতেই এবার আগুন সল্টলেকে

এবার আগুন লাগলো সল্টলেকের ডি এ ব্লকের একটি বাড়িতে। দমকল সূত্রে খবর পাওয়া গেছে ঘরে ধূমপানের কারণেই আগুন লেগেছে। প্রথমে ঠিকানা বিভ্রাটে বাড়ি খুঁজে পেতে…

Kolkata Fire Incident: 16 fire engines deployed to control blaze at Lords' More.

short-samachar

এবার আগুন লাগলো সল্টলেকের ডি এ ব্লকের একটি বাড়িতে। দমকল সূত্রে খবর পাওয়া গেছে ঘরে ধূমপানের কারণেই আগুন লেগেছে। প্রথমে ঠিকানা বিভ্রাটে বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয় দমকল কর্মীদের। পরে অবশ্য দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

   

সূত্রের খবর অনুযায়ী ডি এ ৪ ব্লকের একটি বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে ছুটে গেছেন। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিলনা। প্রত্যক্ষদর্শীরা আরো জানান মৃত দেবর্ষি গঙ্গোপাধ্যায় মদ্যপ ছিলেন, তার স্ত্রী পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে বেরিয়ে এলেও তাকে বের করা সম্ভব হয়নি। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা ঘটনার সঠিক তদন্তের পরেই জানা সম্ভব হবে।