CPIM: রাম মন্দির উদ্বোধনে মমতার মিছিল থেকে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করলেন সেলিম

রাম মন্দির উদ্বোধন ঘিরে ধর্মীয় উন্মাদনা বিপত্তি ডেকে আনতে পারে। ছাত্র সমাজ ও রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি মুখ্যমন্ত্রী…

md selim

short-samachar

রাম মন্দির উদ্বোধন ঘিরে ধর্মীয় উন্মাদনা বিপত্তি ডেকে আনতে পারে। ছাত্র সমাজ ও রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি মুখ্যমন্ত্রী মমতার ডাকা ‘সংহতি’ মিছিলের কটাক্ষ করেছেন। বাম নেতাদের আশঙ্কা, রাজ্য জুড়ে ‘সংহতি’ মিছিল থেকে বিশৃঙ্খলা ছড়ানোর সম্ভাবনা প্রবল। তারা মনে করছেন, তৃণমূল ও বিজেপি পারস্পরিক আঁতাতে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে।

   

ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে এমন কোনও মন্তব্য করা যাবে না এমন শর্তসাপেক্ষে তৃণমূলের সংহতি যাত্রায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনেই রাজ্য জুড়ে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদন খারিজ হয়।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে দেশব্যাপী যে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে আরএসএস বিজেপি তাতে ছাত্র সমাজ ও রাজ্যবাসীকে সতর্ক থাকাতে হবে। সম্প্রীতির আহ্বান জানান সেলিম।