Coal Scam: কয়লা কেলেঙ্কারি তদন্তে জেলায় জেলায় তল্লাশি

কয়লা কেলেঙ্কারি তদন্তে তৎপর কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বৃহস্পতিবার জেলায় জেলায় চলছে সিবিআই তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, ভাবনীপুর, আসানসোল, কুলটি সহ একযোগে চলছে তল্লাশি। আসানসোলে কালু…

CBI

short-samachar

কয়লা কেলেঙ্কারি তদন্তে তৎপর কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বৃহস্পতিবার জেলায় জেলায় চলছে সিবিআই তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, ভাবনীপুর, আসানসোল, কুলটি সহ একযোগে চলছে তল্লাশি। আসানসোলে কালু নামের এক ব্যক্তি, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতায় এক সিআইএসএফ কর্মী শ্যামল সিংহের বাড়িতে হানা দিয়েছেন সিবিআই-য়ের গোয়েন্দারা।

   

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার মামলার তদন্তে আগে থেকেই এজেন্সির নজরে ছিলেন এই ব্যক্তিরা। আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। এই সূত্র থেকেই এদের বিরুদ্ধে চলছে তল্লাশি। সিবিআই জানার চেষ্টা করছে লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল এবং আর্থিকভাবে এরা কীভাবে লাভবান হয়েছিলেন। এই ব্যবসা কবে থেকে চলছে তার উত্তর খুঁজে ব্যস্ত কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ উঠেছে যে আসানসোল চত্বর জুড়েই লালা তাঁর সিন্ডিকেট চালাতেন। তাই তাঁর সঙ্গে এদের যোগ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ভবানীপুরের একটি বিরাটবহুল আবাসনে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সিআইএসএফ-এর প্রাক্তন এক কর্মী শ্যামল সিংহ এই আবাসনে থাকেন। এখানে সকাল ১১ টা পর্যন্ত তল্লাশি চলে। জানা যাচ্ছে শ্যামল সিংহও লালা ঘনিষ্ঠ। প্রতিবেদন লেখার সময় অবধি সিবিআই আধিকারিকরা ভবানীপুর থানায় রয়েছেন। সেখান থেকে লালা ঘনিষ্ঠদের ঠিকানা খোঁজার চেষ্টা করছেন।