Hanskhali: প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে মামলা

যত সময় এগোচ্ছে ততই হাসখালি (Hanskhali) খুন, ধর্ষণের ঘটনায় নয়া মোড় নিচ্ছে। সোমবারই পুলিশের করা গণধর্ষণের এফআইআর–এ নাম রয়েছে নির্যাতিতার বাবার এবং জ্যাঠতুতো দাদার।  সোমবার নির্যাতিতার…

ssc high

short-samachar

যত সময় এগোচ্ছে ততই হাসখালি (Hanskhali) খুন, ধর্ষণের ঘটনায় নয়া মোড় নিচ্ছে। সোমবারই পুলিশের করা গণধর্ষণের এফআইআর–এ নাম রয়েছে নির্যাতিতার বাবার এবং জ্যাঠতুতো দাদার।  সোমবার নির্যাতিতার মাকে এই তথ্য জানায় সিবিআই (CBI)। যা শুনে সকলেরই চোখ কপালে উঠেছে। এবার প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের। মঙ্গলবার তিনি দ্রুত শুনানির আবেদন।

   

জানা গিয়েছে, বেলা ২ টোর সময় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, হাইকোর্ট হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই হাঁসখালির এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নদিয়ার হাঁসখালি (Hanskhali) ১ ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ধর্ষণের জেরে অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় ওই নাবালিকার। পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর পর নাবালিকার দেহ জোর করে দাহ করায় ওই তৃণমূল নেতা। আর নেতার ছেলে বলে পুলিশও প্রথমে অভিযোগ নিতে চায়নি। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, খুন, তথ্যপ্রমাণ লোপাটের মামলা রুজু করা হয়। সেই সঙ্গে পকসো আইনেও মামলা দায়ের করা হয়।