Loksabah election 2024: তৃতীয় দফায় আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে উদ্ধার প্রচুর বোমা

ভোটের তৃতীয় দফায় আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। এছাড়াও ভোট রয়েছে…

Delhi Student Arrested for Sending Bomb Threat Emails to Schools

short-samachar

ভোটের তৃতীয় দফায় আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। এছাড়াও ভোট রয়েছে মালদহের দুই কেন্দ্রে।  এই ভোটের আবহে ডোমকলের বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। শুক্রবার রাতে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তারপর থেকেই এলাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।  ভোটের মুখে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুড়িটি সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। গড়াইমারি এলাকার ফরাজীপাড়া মাঠ, খিদিরপাড়া এবং রাজপুর শ্মশানঘাট অঞ্চলে পড়েছিল এই বোমাগুলি। শুধু বোমা নয়,  সকেট বোমার খোল, বোমার তৈরির বিস্ফোরকও হাতে আসে পুলিশের। শুক্রবার রাতে ডোমকল থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় যৌথ তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ, ডোমকল থানার পুলিশ। এই অভিযানেই উদ্ধার হয়েছে বোমাগুলি।

এই ঘটনার পরেই অতি সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। এলাকার বিভিন্ন জায়গায় আরও তল্লাশি চালানো হচ্ছে। শুধু তাই নয় এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও শাসক বিরোধী দুই শিবিরই একে অন্যের প্রতি অভিযোগ করেছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই ভোটের আবহে উত্তেজনা তৈরি করতে বোমাগুলি মজুত করা হয়েছিল।