Loksabha election 2024:দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন বলে দাবি করলেন অর্জুন

লোকসভা ভোটের পরেই স্বমেজাজে হাজির হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে এইবার ভোটে তিনি প্রায় দেড় লাখ…

Arjun singh

short-samachar

লোকসভা ভোটের পরেই স্বমেজাজে হাজির হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে এইবার ভোটে তিনি প্রায় দেড় লাখ ভোটে জয়ী হবে। তিনি বেশ আত্মবিশ্বাসের সুরে আরও দাবি করেন যে আমডাঙা বিধানসভা কেন্দ্রে বিরাট লিড পাবে তিনি! তাই আর কিছু নিয়ে তিনি ভাবতে চান না ৷ এখানেই শেষ নয়, তিনি আরও জানালেন যে, নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ধন্যবাদ জানান ৷ নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী, সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তাঁর আশা, ব্যারাকপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই আশীর্বাদ করেছেন ৷ আগামী 4 জুন নির্বাচনের ফল প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে বলে অর্জুন সিং জানান ৷

   

তবে আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। বীজপুরে একটি বুথ জ্যাম করার অভিযোগ ওঠে ৷ সেখানে পৌঁছান অর্জুন সিং ৷ তাঁর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ এমনকি কালো পতাকাও দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ এত কিছুর পরেও তাঁর মুখে আত্মবিশ্বাসের সুর!

এই বিক্ষোভ প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বললেন যে আজ উত্তর দেওয়ার দিন নয়! উত্তর দেওয়ার দিন আসছে তখন তিনি উত্তর দেবেন। তিনি ২০১৯ সালেও ভোটের দিন এমনই বিক্ষোভের মুখে পড়েছিলেন, তখনও তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তারপরেও তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। এইবারও কি সেই একই পুনরাবৃত্তি হবে, দেখা যাবে ৪ জুন।