২১ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে মমতা সরকার, ফের দুর্নীতির আশঙ্কা

এসএসসি নিয়োগ দুর্নীতিতে জর্জরিত সরকার। কোটি কোটি কালো টাকা, বিপুল সোনা সহ ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মাঝে বড় ঘোষণা শিক্ষা দফতরের। ২১ হাজার…

mamata banerjee assured that recruitment of teachers

short-samachar

এসএসসি নিয়োগ দুর্নীতিতে জর্জরিত সরকার। কোটি কোটি কালো টাকা, বিপুল সোনা সহ ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মাঝে বড় ঘোষণা শিক্ষা দফতরের। ২১ হাজার শিক্ষক পদে নিয়োগের কথা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

   

সোমবার নিয়োগ সংক্রান্ত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রধান শিক্ষক ও নতুন শিক্ষক নিয়োগ দ্রুত শুরু হবে। ২১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু হিয়ে যাবে।

গত ২৯ জুলাই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানায় ২১ হাজার পদের কথা। সেই পদে নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী।

এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। প্রতিটি স্কুল আর্ভিস কমিশন থেকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত করছে সিবিআই। এর পিছনে বিপুল অনেকের আর্থিক লেনদেনের হদিশ পেতেই শুরু হয়েছে ইডির তল্লাশি।

অভিযোগ, নিয়ম ভেঙে যাদের যোগ্যতা নেই তাঁদেরকে চাকরি দেওয়া হয়েছে। এমনকি টাকার বিনিময়ে এবং প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। চলছে পাঁচশ দিনের বেশি ধর্না।

এবারেও প্রশ্ন ও আশঙ্কা, আবার দুর্নীতি করে বেআইনি নিয়োগ হবে না তো!