‘সঙ্গমের জল স্নানের উপযুক্ত’: ফিকাল ব্যাকটেরিয়া নিয়ে উদ্বেগ বাড়তেই ময়দানে যোগী

প্রয়াগরাজ: মহা কুম্ভে  প্রয়াগরাজের নদীর জল স্নান করার জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধী দলগুলির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর…

Sangam water fit for dip

short-samachar

প্রয়াগরাজ: মহা কুম্ভে  প্রয়াগরাজের নদীর জল স্নান করার জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধী দলগুলির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ তুলে যোগী বলেন, “নদীর জল একদম নিরাপদ এবং স্নান করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।”

   

বিরোধী দলগুলি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, “সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, যাতে জল পরিষ্কার থাকে এবং নিরাপদ স্নান সম্ভব হয়।” প্রশাসন নিয়মিতভাবে জলের গুণমান পরীক্ষা করছে এবং সব পরীক্ষাতেই তা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে বলে তিনি জানান।

প্রয়াগরাজে গঙ্গা নদীর জলে ফিকাল ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (NGT) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তাদের রিপোর্টে জানিয়েছে, মহা কুম্ভ মেলা চলাকালীন গঙ্গার জলে যে ভাবে দূষণ বেড়েছে, তা রীতিমতো উদ্বেগজনক।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, ইতিমধ্যে ৫৬.২৫ কোটি ভক্ত মহাকুম্ভে স্নান করেছেন এবং অনেক সেলিব্রিটি যাঁরা পূণ্যস্নান করেছেন, তারা গোটা ব্যবস্থাপণার প্রশংসা করেছেন। তিনি বলেন, “বিরোধী দলগুলো একে একে ভিত্তিহীন অভিযোগ করছে এবং মিথ্যা ভিডিয়ো ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, “যদি আমরা সনাতন ধর্ম, মা গঙ্গা, ভারত বা মহাকুম্ভের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাই, তাহলে তা ৫৬ কোটি মানুষের বিশ্বাসের নিয়ে খেলা করার সমান।”

তাঁর দাবি, বুধবার প্রকাশিত উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (UPCB) রিপোর্ট অনুযায়ী গঙ্গার Biological Oxygen Demand (BOD) স্তর ৩ মিলিগ্রাম প্রতি লিটার এর নিচে এবং Dissolved Oxygen (DO) স্তর ৫ মিলিগ্রাম প্রতি লিটার থেকে ৯ মিলিগ্রাম প্রতি লিটার পর্যন্ত বেড়েছে।

বিরোধী দলগুলির সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেন, মহাকুম্ভ ১৪৪ বছর পর আয়োজিত হচ্ছে, আর সেই অনুষ্ঠানকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। তিনি সমাজবাদী পার্টির নেতা লালুপ্রসাদ যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের বিষয়ে বলেন, “এটা সনাতন ধর্ম এবং মহাকুম্ভকে অসম্মান করার চেষ্টা।” উল্লেখ্য, মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় মহা কুম্ভের সময় ভিড়ের ঘটনায় উত্তর প্রদেশ সরকারকে অভিযুক্ত৷ তিনি মহাকুম্ভকে “মৃত্যু কুম্ভ” বলেও কটাক্ষ করেন৷