বদলি ঠেকাতে ছাত্রীদের অপহরণ করলেন যোগী রাজ্যের দুই শিক্ষিকা

যত কান্ড সবই যেন উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মনোরোমা মিশ্র এবং গোল্ডি কাটিয়ার নামে দুই শিক্ষিকা উত্তরপ্রদেশের বেহজামের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা করেন। সম্প্রতি চুক্তিভিত্তিক ওই…

short-samachar

যত কান্ড সবই যেন উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মনোরোমা মিশ্র এবং গোল্ডি কাটিয়ার নামে দুই শিক্ষিকা উত্তরপ্রদেশের বেহজামের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা করেন। সম্প্রতি চুক্তিভিত্তিক ওই দুই শিক্ষিকাকে একই স্কুলের পালিয়া শাখায় বদলির নির্দেশ দেওয়া হয়। বদলির রুখতে আজব কাণ্ড ঘটিয়েছেন এই দুই শিক্ষিকা। জানা গিয়েছে, মনোরমা ও গোল্ডি কয়েকজন ছাত্রীকে অপহরণ করে আটকে রাখেন স্কুলের ছাদে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ছাত্রীদের উদ্ধার করেছে।

   

বৃহস্পতিবারই মনোরোমা এবং গোল্ডি তাঁদের বদলির নির্দেশ হাতে পান। বদলি ঠেকাতেই তারা ছাত্রীদের অপহরণ করেন। ওই দুই শিক্ষিকা দাবি করেন, বদলির সিদ্ধান্ত বদল করা হলে তবেই ছাত্রীদের মুক্তি দেবেন। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানান ওই স্কুলের ওয়ার্ডেন ললিত কুমারী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত স্কুলে এসে পৌঁছয় পুলিশ। মহিলা পুলিশ কর্মীরা ওই দুই শিক্ষিকার সঙ্গে আলোচনা করে ছাত্রীদের উদ্ধার করেন। ঘটনার পর ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে স্থানীয় নিমগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে তাঁদের গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছে।

পুলিশের পাশাপাশি স্থানীয় শিক্ষা দফতরের পক্ষ থেকেও এ ঘটনাটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। এজন্য গঠন করা হয়েছে চার সদস্যের এক বিশেষ কমিটি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যদি শিক্ষিকাদের দোষ প্রমাণ হয় তাহলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের কেউ কেউ বলেছেন, স্কুলের ওয়ার্ডেনের সঙ্গে ওই দুই শিক্ষিকার রীতিমতো মনোমালিন্য ছিল। সে কারণেই ওয়ার্ডেন ওই দুই শিক্ষিকাকে বদলি করার সিদ্ধান্ত নেন। সেই বদলির নির্দেশ ঠেকাতেই তাঁরা ছাত্রীদের অপহরণ করেন। পুলিশের পক্ষ থেকেও এই অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।