Jammu and Kashmir: পুঞ্চ সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। পুঞ্চের সিন্ধরা এলাকায় নিরাপত্তা বাহিনী চার জঙ্গিকে হত্যা করেছে। যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী এই জঙ্গিদের হত্যা করে।

Jammu and Kashmir

short-samachar

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। পুঞ্চের সিন্ধরা এলাকায় নিরাপত্তা বাহিনী চার জঙ্গিকে হত্যা করেছে। যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী এই জঙ্গিদের হত্যা করে। ভারতীয় সেনা আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রথম এনকাউন্টার হয় গত রাত সাড়ে ১১টার দিকে। এরপর ওই এলাকায় নজরদারি সরঞ্জামসহ ড্রোন মোতায়েন করা হয়।

   

আজ, মঙ্গলবার সকালে আবারও নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ব্যাপক গুলিবর্ষণ হয়। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, জাতীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। এনকাউন্টারে নিহত জঙ্গিরা বিদেশী জঙ্গি এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।