জওয়ান হত্যার বদলা! কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম জঙ্গি

আগামীকালই রয়েছে ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। কিন্তু তার আগেই জঙ্গি দমন অভিযানে জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তা রক্ষীরা। বিগত কিছু সময়…

short-samachar

আগামীকালই রয়েছে ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। কিন্তু তার আগেই জঙ্গি দমন অভিযানে জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তা রক্ষীরা। বিগত কিছু সময় ধরেই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছিল। আজও তার ব্যতিক্রম ঘটেনি। তবে আজ বুধবার বিকেলে এনকাউন্টার (Encounter) চলাকালীন বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তা রক্ষীরা। আজ ডোডায় এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী।

   

স্বাধীনতা দিবসের আগের দিন বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়। এই এনকাউন্টারে ইতিমধ্যে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। নিরাপত্তা বাহিনীর হামলায় এক জঙ্গিও আহত হয়েছে বলে জানা গিয়েছে। ডোডা জেলায় চলমান ‘অপারেশন আসর’-এ ভারতীয় সেনাবাহিনীর ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক ক্যাপ্টেন শহীদ হয়েছেন বলে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। অভিযান এখনও চলছে।

এদিকে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। একাধিক রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে জখম হয়েছে এক জঙ্গি। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে একটি আমেরিকান এম৪ অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে। ওই এলাকায় রক্তের দাগ পাওয়া গেছে এবং তিনটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। তিন জঙ্গি নদীর তীরের কাছে আসর জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

যাইহোক, তবে এবার সেনা জওয়ানের মৃত্যুর বদলা নিলেন নিরাপত্তারক্ষিরা বলে মনে হচ্ছে। সূত্রের খবর, চার পাক জঙ্গির উপস্থিতির খবর পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এরপর আজ সেনা ও জঙ্গিদের মুখোমুখি হলে সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলি চালানোর সময় একটি গুলি সেনা ক্যাপ্টেনের গায়ে লাগে, যা থেকে তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেনের মৃত্যু হয়।