প্লাস্টিক ব্যান করার সিদ্ধান্তকে স্থগিতের আর্জি

আগামী ১ জুলাই থেকে গোটা দেশে ফের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে প্যাকেটজাত জুস, পানীয় ও দুগ্ধজাত পণ্যযুক্ত কোম্পানিগুলোর ওপর মারাত্মক…

short-samachar

আগামী ১ জুলাই থেকে গোটা দেশে ফের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে প্যাকেটজাত জুস, পানীয় ও দুগ্ধজাত পণ্যযুক্ত কোম্পানিগুলোর ওপর মারাত্মক আঘাত হেনেছে বলে খবর। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর পানীয় সংস্থাগুলি প্লাস্টিকের স্ট্র দিয়ে তাদের পণ্য বিক্রি করতে পারবে না।

   

এই পরিস্থিতিতে এখন পার্লে অ্যাগ্রো, ডাবর, মাদার ডেয়ারির মতো দুগ্ধজাত পণ্য তৈরিকারী সংস্থাগুলি আমদানি করা কাগজের স্ট্রয়ের দিকে ঝুঁকছে। কাগজের স্ট্রগুলি প্লাস্টিকের স্ট্রের চেয়ে বেশি খরচ করছে, তবে সংস্থাগুলি পণ্য বিক্রি চালিয়ে যাওয়ার জন্য এটির আশ্রয় নিচ্ছে। কিছু কোম্পানি কয়েক দিন পরে এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাগুলি চায়, কাগজের খড় উৎপাদনের উপযুক্ত পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর না করুক। কাগজের খড় আমদানি সংস্থাগুলির উপর অতিরিক্ত অর্থনৈতিক বোঝা বাড়িয়ে তুলছে।

পার্লে অ্যাগ্রোর সিইও শৌনা চৌহান বলেন, প্রয়োজনের পরিমাণ অনুযায়ী কাগজের খড় উৎপাদনের জন্য বর্তমানে ভারতে কোনও পরিকাঠামো নেই। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই আমরা কাগজের খড় আমদানি শুরু করেছি। যাইহোক, আমদানি একটি স্থায়ী বিকল্প নয়।