রুশ বিয়ারের বোতলে গান্ধীজির ছবি! সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া নেটিজেনদের

বিয়ার ক্যানের ওপর মহাত্মা গান্ধীর ছবি ছেপে বড়সড় বিতর্কে জড়াল রাশিয়ান মদের ব্র্যান্ড রিয়র্ট৷ সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠে নেটিজেনরা৷…

Mahatma Gandhi's Image On Russian Beer Cans

short-samachar

বিয়ার ক্যানের ওপর মহাত্মা গান্ধীর ছবি ছেপে বড়সড় বিতর্কে জড়াল রাশিয়ান মদের ব্র্যান্ড রিয়র্ট৷ সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠে নেটিজেনরা৷ তীব্র সমালোচনার মুখে পড়েছে রিয়র্ট৷ সুপর্ণ সতপতি নামে ওডিশার এক সামাজিক ও রাজনৈতিক নেতা সম্প্রতি রাশিয়ান এই বিয়ারের বোতলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ তার পরেই ওঠে বিতর্কের ঝড়৷ 

   

সুপর্ণো সাতপতির অভিযোগ

ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী সাতপতির নাতি ও রাজনীতিবিদ সুপর্ণো সাতপতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার আবেদন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করুন। রাশিয়ার রিয়র্ট ব্রুয়ারি মহাত্মা গান্ধীর ছবি সেঁটে বিয়ার বিক্রি করছে।” তাঁর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়৷ সেই সঙ্গে মাথাচারা দেয় নেটিজেনদের ক্ষোভ৷

গান্ধীজির নাম ও ছবি অ্যালকোহলে কেন?

অনেকে প্রশ্ন তুলেছেন, মহাত্মা গান্ধীর নাম এবং ছবি অ্যালকোহলজাত পণ্যে ব্যবহৃত হওয়া কিভাবে যুক্তিযুক্ত হতে পারে। একজন সোশ্যাল মিডিয়া ইউজার মন্তব্য করেছেন, “গান্ধীজির অ্যালকোহলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। তিনি তো মদ্যপান করতেন না। তাঁর নাম এমন পণ্যের উপর ব্যবহার করা উচিত নয়।” অপর একজন বলেন, “এটা ভারতের জন্য অসম্মানজনক। গান্ধীজি ছিলেন শান্তি ও অহিংসার প্রতীক, তার ছবি কেন অ্যালকোহলে ব্যবহৃত হবে?”

কেউ কেউ আবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন৷ এক নেটিজেনের কথায়, ‘আন্তর্জাতিক ন্যায় আদালতে এই বিয়ার সংস্থার বিরুদ্ধে মামলা করা উচিত।

ভিডিও ভাইরাল, বিতর্ক আরও তীব্র

এদিকে, ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুটি ব্যক্তি রিয়র্ট বিয়ার ক্যানের ওপর গান্ধীর ছবি এবং স্বাক্ষর দেখে মন্তব্য করছেন। একজন বলেন, “আমরা যাকে আমাদের মুদ্রায় বহন করি, তাঁকে বিয়ার ক্যানের উপর দেখছি।” 

যদিও এটাই প্রথমবার নয়৷ এর আগেও মহাত্মা গান্ধীর ছবি অ্যালকোহল জাতীয় পণ্যে ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে, একটি ইসরায়েলি মদ কোম্পানি গান্ধীর ছবি তাদের মদ বোতলে ব্যবহার করেছিল৷ পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা ক্ষমা চেয়ে নেয়। একই বছর, একটি চেক ব্রুয়ারি ‘মহাত্মা ইন্ডিয়া প্যাল অ্যালে’ নামে বিয়ারের লেবেল বদলাতে বাধ্য হয়েছিল। ২০১৫ সালে, এক আমেরিকান ব্রুয়ারিকে ভারতীয় আদালতে ক্ষমা চাইতে হয়েছিল।

মহাত্মা গান্ধী ছিলেন এক মহান নেতা, যার আদর্শ ছিল শান্তি, অহিংসা ও মানবাধিকার। তাঁর ছবি অ্যালকোহল পণ্যে ব্যবহারের মতো ঘটনা ভারতের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি অবমাননা। ভারতীয় কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হোক।