মধ্যবিত্তের পকেট ফাঁকা করে ফের মহার্ঘ জ্বালানী

এক মাসের মধ্যে ফের মহার্ঘ হল জ্বালানী। সাধারণ মানুষের পকেটে টান বাড়িয়ে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সেইসঙ্গে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। জানা গিয়েছে,…

short-samachar

এক মাসের মধ্যে ফের মহার্ঘ হল জ্বালানী। সাধারণ মানুষের পকেটে টান বাড়িয়ে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সেইসঙ্গে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। জানা গিয়েছে, সিলিন্ডার প্রতি ৩ টাকা দাম বেড়ে দাঁড়াল ১০২৯ টাকা।

   

১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৩.৫০ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। এর সঙ্গে দিল্লি ও মুম্বইয়ে ১৪ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম পড়বে ১০০৩ টাকা। আজ থেকে কলকাতায় এর দাম হবে ১০২৯ টাকা এবং চেন্নাইয়ে ১০১৮.৫ টাকা। এছাড়া ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এখন দিল্লিতে ২৩৫৪ টাকা, কলকাতায় ২৪৫৪ টাকা, মুম্বইয়ে ২৩০৬ টাকা এবং চেন্নাইয়ে ২৫০৭ টাকা।

LPG Cylinder Price Hiked

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়। গত ৭ মে সর্বশেষ সংশোধনের পর দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। গত ১ মে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ২৩৫৫ টাকা ৫০ পয়সা করা হয়, যা আগে ছিল ২২৫৩ টাকা। এছাড়া ৫ কেজির এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়েছে।