Indian Army: বুলেট-আগুন থেকে শিখ রেজিমেন্টেকে রক্ষা করতে আসছে ‘বীর’ 

ভারতীয় সেনার (Indian Army) ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাতেও। শিখ রেজিমেন্টের জন্য আসছে ‘বীর’। গুলি-আগুনেও আর পিছু হটবে না রেজিমেন্টে।      কানপুরের বেসরকারি…

Indian Army

short-samachar

ভারতীয় সেনার (Indian Army) ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাতেও। শিখ রেজিমেন্টের জন্য আসছে ‘বীর’। গুলি-আগুনেও আর পিছু হটবে না রেজিমেন্টে। 

   

কানপুরের বেসরকারি এক প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে তৈরি করা হয়েছে বিশেষ হেলমট। যার নাম দেওয়া হয়েছে – বীর। শত্রুদের ছোঁড়া গুলিতেও অক্ষত থাকবে সেটি। এছাড়াও রয়েছে একাধিক বৈশিষ্ট্য। হেলমেটটি ওজনে হালকা হওয়ায় ক্যারি করা খুব সহজ। টারবান পোশাকের ওপরেও পরা যাবে সহজে। ত্বকের পক্ষেও হানিকর নয় হেলমেট তৈরির উপকরণ। জলের সংস্পর্শে এলেও হবে না কোনো সমস্যা। 

হেলমেট প্রস্তুতকারক সংস্থা এমকেইউয়ের চেয়ারম্যান মনোজ গুপ্ত জানিয়েছেন যে দেশের প্রতি আত্মদান করার পরেও শিখ রেজিমেন্টের নিরাপত্তায় ফাঁক থেকে গিয়েছিল। নিরাপত্তায় সেই অভাবকে পূরণ করার জন্য চেষ্টা করেছে কোম্পানি। সংস্থার দাবি, প্রায় ১.৫৯ লক্ষ হেলমেটের অর্ডার ছিল তাদের কাছে। 

নিরাপত্তার পাশাপাশি আধুনিক সুবিধা রয়েছে বীরে। দরকার মতো অন্যায় যন্ত্রপাতিও যুক্ত করা যেতে পারে যে কোনো সময়ে। নাইট ভিশন চশমা, যোগাযোগের যন্ত্র, ক্যামেরাও যুক্ত করা যেতে পারে উন্নত হেলমেটটিতে।