‘ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা করেছেন বিরোধীরা’, খোঁচা মোদীর

ভোট সপ্তমীর প্রচারেও বিরোধীদের নিসানা করে মোদীর মুখে ধর্ম, সংরক্ষণের খোঁচা। শনিবার বিহারের পাটালিপুত্রে গিয়ে মোদী বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন। বললেন, ‘ইন্ডির…

india bloc doing mujra For its vote bank pm modi at bihar rally

short-samachar

ভোট সপ্তমীর প্রচারেও বিরোধীদের নিসানা করে মোদীর মুখে ধর্ম, সংরক্ষণের খোঁচা। শনিবার বিহারের পাটালিপুত্রে গিয়ে মোদী বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন। বললেন, ‘ইন্ডির নেতারা সাম্প্রদায়িক। তাই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছেন। ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা শুরু করেছেন।’

   

কী বললেন নরেন্দ্র মোদী?

প্রধানমন্ত্রী বলেন, ‘মোদীর জন্য সংবিধানই সবথেকে গুরুত্বপূর্ণ। মোদীর জন্য বাবা সাহেব আম্বেদকারের ভাষণ গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোট নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য যদি গোলামি করতে হয় তাহলে করুক। ওরা গিয়ে যদি মুজরা করতে হয় তাহলে সেটাই করুক। আমি তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির-র সংরক্ষণের পাশে আছি এবং থাকব। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করব।’

এপ্রিলের গোড়ায় নির্বাচনী ইস্তহার প্রকাশ করেছিল কংগ্রেস। তার পরেই মোদী রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, ‘কংগ্রেসের ইস্তাহার দেখে স্বাধীনতা-পূর্ববর্তী মুসলিম লিগের কথা মনে পড়ে যাচ্ছে।’ এর পরে মধ্যপ্রদেশের মোরেনা এবং উত্তরপ্রদেশের আগরার সভায় গিয়ে তিনি বলেছিলেন, ‘মা-বোনেদের সঞ্চয়ে কংগ্রেসের নজর পড়েছে।’ বাড়িতে সঞ্চিত সোনার গয়না থেকে শুরু করে হিন্দু বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্রের উপর সম্পত্তি কর চাপিয়ে কংগ্রেস সেই অর্থ মুসলিমদের মধ্যে বিলোতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

জল চাওয়ার অজুহাতে মহিলার শ্লীলতাহানি! CRPF জওয়ানের বিরুদ্ধে নোংরামির অভিযোগ

বিরোধীদের অভিযোগ, গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের পরে পরিস্থিতি প্রতিকূল বুঝেই মোদী-সহ বিজেপি নেতারা ক্রমশ মেরুকরণের সুর আরও চড়ান। গত ২১ এপ্রিল মোদী রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’

Lok Sabha Election 2024: ভোটে দিয়েই বড় ভবিষ্যৎবাণী করলেন দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল