দাউদ ইব্রাহিমের আর্থিক তছরূপ মামলার তদন্ত শুরু করল ED

সম্প্রতি নথিভুক্ত করা মামলায় মুম্বই এবং তার আশপাশের অঞ্চলে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুমান, পলাতক আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে এই মামলার যোগ রয়েছে। মামলাটি…

short-samachar

সম্প্রতি নথিভুক্ত করা মামলায় মুম্বই এবং তার আশপাশের অঞ্চলে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুমান, পলাতক আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে এই মামলার যোগ রয়েছে। মামলাটি আর্থিক তছরূপের। সূত্রের খবর, মহারাষ্ট্রের একজন রাজনীতিবিদও এই মামলায় ইডির স্ক্যানারে রয়েছেন।

   

আটের দশকে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ভারত থেকে পালিয়ে যায়। ভারতে সে বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিল মনে করা হয়। সম্প্রতি, পাঞ্জাবে ডি-কোম্পানির এক শাখার হদিশ পাওয়া গেছে। এই ডি-কোম্পানি হল দাউদ ইব্রাহিম নিয়ন্ত্রিত মুম্বই আন্ডারওয়ার্ল্ডের অপরাধ সিন্ডিকেট। এর ফলে মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই এই কোম্পানিকে পাঞ্জাবে সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করতে শুরু করেছে।

এই মাসের গোড়ার দিকে, দেশের নিরাপত্তা সংস্থা আবু বকরকে গ্রেপ্তার করেছিল। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ছিল সে। আবু বকর দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী। ২৯ বছর ধরে খোঁজাখুঁজির পর তাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে গ্রেপ্তার করা হয়।