UP: মার খেয়ে বিজেপি প্রার্থী বললেন সবাই ‘হামারে লোগ হ্যায়’

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ শুরু। আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফা এবং ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ভোট হওয়ার…

Uttar Prdesh

short-samachar

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ শুরু। আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফা এবং ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে কখনও কালো পতাকা, কখনও গ্রামবাসীদের তাড়া খেতে হয়েছে বিজেপির প্রার্থীদের বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি যথেষ্ট ভাইরালও হয়েছে।

   

সম্প্রতি বিজেপির সিওয়ালখাস আসনের প্রার্থী মনিন্দরপাল সিং ২৪ শে জানুয়ারী সন্ধ্যায় চুর গ্রামে ‘হামলার’ শিকার হন, এই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে একটি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে ৬৫ জনকে অজ্ঞাত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। সিং কোনও অভিযোগ দায়ের না করলেও, পুলিশ বৃহস্পতিবার নিজে থেকেই এফআইআর দায়ের হয়েছে বলে খবর।

তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘পাথর নিক্ষেপে আমার পিছু নেওয়া সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি কোনো অভিযোগ দায়ের করিনি। ‘ইয়ে হমারে হি লোগ হ্যায়, ম্যায়নে ইনকো মাফ কর দিয়া (এরা আমারই লোক, আমি এদের ক্ষমা করে দিয়েছি)। তবে এটাই বলব, যারা সঠিক গণতন্ত্রের জন্য ভোট চাইতে যাচ্ছেন তাঁদের সঙ্গে এহেন ঘটনা ঘটা ঠিক নয়।’

পুলিশের এফআইআর-এ বলা হয়েছে, ‘যারা পাথর ছুঁড়েছিল তারা রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) পতাকা বহন করছিল এবং তাদের চিহ্নিত করা হচ্ছে।’ সারধনা পুলিশ স্টেশনের ইন-চার্জ লক্ষ্মণ ভার্মা বলেন, ‘আমরা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করছি এবং ব্যবস্থা নেব।’