অসুরক্ষিত সীমান্ত দিয়ে AK 47-এর বিপুল গোলাবারুদ পাচার, ভারতে হামলার ছক বানচাল

এসেছে মায়ানমার থেকে কিন্তু কোথায় পাঠানো হচ্ছিল বিপুল পরিমান কার্জুজ-গুলি! বড়সড় হামলার পরিকল্পনা ছিল নাকি অস্ত্র পাচার? AK 47 এর কার্তুজ ডাঁই করে রাখা আছে দেখে চমকে গেছে পুলিশ। 

BSF: Deploying radar-equipped drones along Pakistan border

short-samachar

এসেছে মায়ানমার থেকে কিন্তু কোথায় পাঠানো হচ্ছিল বিপুল পরিমান কার্জুজ-গুলি! বড়সড় হামলার পরিকল্পনা ছিল নাকি অস্ত্র পাচার? AK 47 এর কার্তুজ ডাঁই করে রাখা আছে দেখে চমকে গেছে পুলিশ।  নিরাপত্তা বাহিনী  মিজোরাম থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

   

পিটিআই জানাচ্ছে, অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের  যৌথ অভিযানে 1800 রাউন্ড AK-47 গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিবেশি মায়ানমারের দুজনকে আটক করা হয়েছে। আটক মায়ানমারের নাগরিকরা তাদের দেশের চিন রাজ্যের বাসিন্দা। তারা মিজোরামে গোলাবারুদ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

ধৃত দুই মায়ানমারের নাগরিক মিজোরামের লংটলাই জেলার আরচুং গ্রামে ছিল। তাদের সাহায্য করছিল তৃতীয় গ্রেপ্তার হওয়া ব্যক্তি। মিজোরামের সিয়াহা জেলার তলংপুইকাউনের কাছে একটি চেকপোস্টে সন্দেহজনক গাড়ি তল্লাশির সময় গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের মিজোরামের সিয়াহা থানায় হস্তান্তর করা হয়েছে।