ভোটের দিন ‘হিট অ্যান্ড রান’-এর জেরে মর্মান্তিক মৃত্যু BJP কর্মীর

২৪-এর লোকসভা ভোটের প্রথম দিনে মর্মান্তিক পরিণতি হল এক বিজেপি (BJP) কর্মীর। আজ শুক্রবার কর্নাটকের কোডাগুতে নির্বাচনী প্রচারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজেপি…

short-samachar

২৪-এর লোকসভা ভোটের প্রথম দিনে মর্মান্তিক পরিণতি হল এক বিজেপি (BJP) কর্মীর। আজ শুক্রবার কর্নাটকের কোডাগুতে নির্বাচনী প্রচারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর।

   

এদিকে এই ঘটনার পরেই ক্ষোভে রীতিমতো ফেটে পরেন দলীয় নেতা কর্মীরা। ঘটনার পর দলীয় নেতা-কর্মীরা কোডাগু থানার বাইরে স্লোগান দেন এবং সেইসঙ্গে বিক্ষোভও দেখান। ঘটনা প্রসঙ্গে কোডাগুর এসপি জানিয়েছেন, ইতিমধ্যে এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুশলনগর তালুকের ভালনূর গ্রামে।

এছাড়া হিট অ্যান্ড রান মামলায় একজনকে গ্রেফতার অবধি করা হয়েছে।