INS Ranvir: মুম্বইয়ে যুদ্ধ জাহাজে জোরাল বিস্ফোরণে মৃত তিন নৌসেনা কর্মী

আইএনএস রনবীরে (INS Ranvir) ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৩ নৌসেনা কর্মীর । জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের কারণে…

INS Ranvir

short-samachar

আইএনএস রনবীরে (INS Ranvir) ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৩ নৌসেনা কর্মীর । জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের কারণে নৌবাহিনীর ৩ কর্মী নিহত হয়েছেন। যদিও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।  

   

এছাড়া আহত হয়েছেন একাধিক। সূত্র মারফত খবর, যুদ্ধজাহাজের (Warship) একটি অভ্যন্তরীণ কামরায় বিস্ফোরণটি ঘটে। এদিকে জাহাজের অন্যান্য ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। এ বিষয়ে নৌবাহিনীর কর্মকর্তারা (Indian Navy) জানিয়েছেন, যুদ্ধজাহাজটি পূর্ব নৌ কমান্ড থেকে ক্রস-কোস্ট অপারেশনাল মোতায়েনে ছিল এবং শীঘ্রই বেস বন্দরে ফিরে আসার কথা ছিল। তদন্ত বোর্ডকে কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় মৃত নৌসেনা কর্মীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পাঁচটি রাজপুত শ্রেণীর ধ্বংসকারীর মধ্যে চতুর্থ আইএনএস রণবীরকে (INS Ranvir) ১৯৮৬ সালের ২৮ শে অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করা হয়। তবে এরকম ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২১ সালের ২৩ অক্টোবর ভারতীয় নৌবাহিনীর ধ্বংসকারী আইএনএস রণবিজয়ে (INS Ranvijay) বিধ্বংসী আগুন লাগে। সেইসময়ে ইস্টার্ন নেভাল কমান্ড জানিয়েছিলে যে, ওই ঘটনায় চার জন নাবিক দগ্ধ হয়েছিলেন এবং তাদের নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস কল্যাণীতে চিকিৎসা করানো হয়।