Babli Movie: ইউভান-ইয়ালিনিকে কোলে নিয়েই টলিপাড়ার ‘বাবলি’ শুভশ্রী!

Babli Movie:‘সুপার মম’ শুভশ্রী! দুই খুদে সন্তানকে সামলে ‘বাবলি’ হওয়ার প্রস্তুতি তুঙ্গে! বেশ কয়েকদিন আগে দ্বিতীয় সন্তানের জন্ম দেন টলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।…

Babli Movie

short-samachar

Babli Movie:‘সুপার মম’ শুভশ্রী! দুই খুদে সন্তানকে সামলে ‘বাবলি’ হওয়ার প্রস্তুতি তুঙ্গে! বেশ কয়েকদিন আগে দ্বিতীয় সন্তানের জন্ম দেন টলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজ শুভশ্রীর ঘর আলো করে মা লক্ষ্মীর আগমন ঘটেছিল। আর বোনের দায়িত্ব সামলে নেওয়ার ভার নিয়ে নিয়েছে ৩ বছরের ইউভান! তাই সেক্ষেত্রে মায়ের দায়িত্ব খানিক কমেই এসেছে বলা যায়। সেই কারণে বাবলি হওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন অভিনেত্রী।

   

এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধবেন আবির-শুভশ্রী। তবে আবিরের সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাই প্রস্তুতিও চলছে জোর কদমে। মা হওয়ার পর রাজের হাত ধরেই প্রথম অভিনয় রুপোলি পর্দায়। তাও আবার স্বনামধন্য লেখক বুদ্ধদেব গুহ-র বাবলি অবলম্বনে নির্মিত হচ্ছে সেই সিনেমা। প্রযোজনার ভারও রাজের হাতে। তাই প্রতি বারের মতই শুভশ্রীর নয়া চরিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমীরা। আর শুভশ্রী নিজেও। শেষবার তাঁকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’- এ অভিনয় করতে দেখা গিয়েছিল।

এদিকে ঘরের কাজ সবই একার হাতে সামলাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলেকে আবাসনের পার্কে নিয়ে যাওয়া, স্কুলে পাঠানো, সমস্তটাই করছেন। সঙ্গে সামলাচ্ছেন ১ মাসের মেয়েকে। বড়দিনের ছুটিতে পাটায়া ট্রিপ করে এসেছে গোটা পরিবার। স্বামী সন্তানদের সঙ্গে বেশ মজা করেছেন তিনি। এমনকি নতুন বছরের পার্টিতেও রাজ শুভশ্রী তাঁদের উষ্ণ চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। তাতে কি? ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দিন কাটাচ্ছে শুভশ্রী।