“পুরো কাতলা মাছ লাগছে”- আইটেম গানে নেচে ট্রোল হলেন Sreelekha Mitra

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) মানেই সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোজাসাপটা তিনি। মনের কথা শেয়ার করা হোক বা ট্রোলারদের উচিত শিক্ষা দেওয়া সবেতেই পারদর্শী অভিনেত্রী।

Srilekha Mitra

short-samachar

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) মানেই সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোজাসাপটা তিনি। মনের কথা শেয়ার করা হোক বা ট্রোলারদের উচিত শিক্ষা দেওয়া সবেতেই পারদর্শী অভিনেত্রী। এই স্বভাবের জন্য অনেক সময় বিতর্কেও জড়ান তিনি। তবে কন্ট্রোভার্সিকে পাত্তা দেননা অভিনেত্রী।

   

কখনও নিজের সাহসী ফটোশ্যুটের ছবি শেয়ার করেন, আবার কখনও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। বর্তমানে ফেস্টিভ সিজনে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ইতিমধ্যে নিজস্ব ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো পোস্ট করতে দেখা গেল শ্রীলেখাকে। যেখানে পুরোনো দিনের এক আইটেম গানে জমিয়ে নাচলেন শ্রীলেখা।

ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে রয়েছে তার স্লিভলেস কালো ব্লাউজ আর গেরুয়া-গোলাপি হ্যান্ডলুম শাড়ি। ‘বাবুজি ধীরে চলনা’ গানে শ্রীলেখার শরীরী মোচড় উঠে এল ইনস্টাগ্রামে। কিন্তু শ্রীলেখার এই নাচ দেখে অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করতে শুরু করেন। ভিডিওর কমেন্টে কেউ লেখে, ‘কাতলা মাছের মতো লাগছে’। অপর একজন লেখেন, ‘বুড়ো বয়সের ভীমরতি, বিচ্ছিরি লাগছে’। এক নেটিজেন শ্রীলেখার উদ্দেশে লেখেন, ‘দিন দিন এত মোটা হয়ে যাচ্ছো কেন?’ আর তাতে পালটা জবাবে অভিনেত্রী লেখেন, ‘খেতে ভালোবাসি তাই গো’।

সম্প্রতি নিজের একমাত্র মেয়ে ঐশী নৃত্যনাট্য দেখতে হাজির হয়েছিলেন শ্রীলেখা। সেই লুকেই নিজের নাচের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। মায়ের কর্তব্য পালনে সর্বদা এগিয়ে তিনি। এত ব্যস্ততার মাঝেও মেয়েকে সময় দিতে ভোলেন না তিনি।

https://www.instagram.com/reel/Cm9cWAWp1K1/?utm_source=ig_web_copy_link

গত মাসেই ১৭য় পা দিয়েছে ঐশী। প্রাক্তন স্বামীকে সঙ্গে নিয়ে ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। ২০০৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শ্রীলেখা। বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামীর সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর, এমনটাই জানা যায়।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। সম্প্রতি তাঁর প্রযোজিত এবং পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে নন্দনে। এর আগে ‘বিটার হাফ’ নামের একটি ছবিও তৈরি করেছেন শ্রীলেখা।