Tollywood Updates: ‘লালকুঠি’ নিয়ে মুখ খুললেন রাহুল-রুকমা

রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতে। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা । এই ধারাবাহিকে নায়িকা রুকমা। তিনি বলেন, ‘এর…

rahul-rooqma-talk-about-their-new-show-laalkuthi

short-samachar

রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতে। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা । এই ধারাবাহিকে নায়িকা রুকমা। তিনি বলেন, ‘এর আগে বাংলায় এমন থ্রিলার নিয়ে ধারাবাহিক হয়নি। আমিও প্রথমবার এই কাজ করছি। দর্শকদের আশা করি ভালো লাগবে।’ আর রাহুলের কথায়, জীবনে প্রথম সিনেমায় সুযোগ পাই জি বাংলার একটি ধারাবাহিকের কারণেেই। ফের সেই চ্যানেলের ধারাবাহিকে কাজ করার আমার কাছে ঘরে ফেরার মতোই। ১৪-১৫ বছর পরে আবার এই ধারাবাহিকে কাজ করছি। আমার সঙ্গে অনেক প্রিয় মানুষ কাজ করছেন। আর আমার সঙ্গে কাজ করছেন রুকমা রায়। ওর সঙ্গে আমার জুটিকে দর্শকেরা ভালোবেসেছেন।’

   

পরমের নতুন সঙ্গী আরাত্রিকা

বাংলা ধারাবাহিকে থ্রিলার নিয়ে আসছে ‘লালকুঠি’। আর এই ধারাবাহিকের কারণেই আবার জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়। কাহিনি অনুযায়ী, গয়না ডিজাইনিং শিখে বিদেশ থেকে দেশে এসেছে অনামিকা। একদিন গঙ্গার ঘাটে তাঁর সঙ্গে দেখা হয় বিক্রমের। প্রথম আলাপে শুরু হয় ঝগড়া দিয়ে। তারপর ঘটনাক্রমে বিক্রমের অফিসেই কাজ। তার এক-অপরের মন জয়। তারপর প্রেম ও বিয়ে। এই পর্যন্ত সবকিছু চলতে থাকে ভালভাবে। গন্ডগোল বাঁধে বিক্রমের বাড়ি ‘লালকুঠি’ তে অনামিকার পা দিতেই। মুহুর্তে বদলে যায় অনামিকার জীবন। সে অনুভব করতে থাকে এই বাড়ির কিছু রহস্য লুকিয়ে আছে। কিন্তু কি? প্রশ্ন করেও উত্তর পায় না অনামিকা। কিন্তু বারে বারে তাঁর মনে হতে থাকে, তার জীবন বিপন্ন। কিছুতে যেন ভয় পেয়েছে সে। এমনকি বিক্রমকে জানিয়েও কোনও সুফল পায় না সে। বরং তাঁর মনে হতে থাকে, বিক্রমের অতীতেও যেন কোনও একটা ঘটনা আছে যা সে লুকিয়েছে অনামিকার থেকে। রহস্য সমাধান করার চেষ্টা শুরু করে অনামিকা। ‘লালকুঠি’-র গল্প মোড় নেয় রহস্যে, রোমাঞ্চে।

ভাইরাল শুভশ্রীর শ্যুটিংয়ের হট ভিডিও

টিআরপির কারণে খুব অল্প দিনেই শেষ হয়ে যায় ‘ দেশের মাটি ‘ সিরিয়াল। কিন্তু ধারাবাহিকের চরিত্র রাজা-মাম্পির জনপ্রিয়তা এখন আকাশ ছুঁই। রিলের রোম্যান্স ছাড়িয়ে টেলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রিয়েল লাইফে একে-অপরের প্রেমে পরেছে রাহুল-রুকমা। যদিও এই সম্পর্কে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে ‘লাল কুঠি’র প্রোমো দেখে সেই জল্পনায় ঘি পরেছে। যদিও পছন্দের জুটিকে আরও একবার টিভির পর্দায় দেখা যাবে এখবরে বেজায় খুশি দর্শকমহল। নতুন প্রোমো মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বোঝাই যাচ্ছে প্রিয় জুটিকে পর্দায় ফিরে পাওয়ার অপেক্ষার আর তর সইছে না ভক্তদের।