চোখ ধাঁধানো রাজ প্রাসাদ গড়ছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) কাঁচা বাদাম (Kancha Badam) বিক্রি করতেন কাঁচা বাদাম নিয়ে গান টি গেয়ে গেয়ে। তিনি রাতারাতি পরিচিতি পান সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার…

Famous ‘Kancha Badam’ singer Bhuban Badyakar makes his new house in Birbhum

short-samachar

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) কাঁচা বাদাম (Kancha Badam) বিক্রি করতেন কাঁচা বাদাম নিয়ে গান টি গেয়ে গেয়ে। তিনি রাতারাতি পরিচিতি পান সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর। তার দারিদ্রতাও একারণে দূর হয়েছে। নতুন বাড়িতে উঠে এসেছে সে মাটির ঘর থেকে। দুটি ঘর, বারান্দা, শৌচাগার ও রান্নাঘর আছে একতলা ওই বাড়িতে। লাখ লাখ টাকা খরচ হয়েছে বাড়ি তৈরিতে এরই মধ্যে। বাড়ির ভেতরটা সাজানো হচ্ছে সেইভাবেই।

   

ভুবনের বাড়ি বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে। তিনি তৈরি করছেন স্বপ্নের বাড়ি তার পুরোনো বাড়ির পাশেই। দুটি ঘর, বারান্দা, শৌচাগার ও রান্নাঘর আছে একতলা ওই বাড়িতে। ভুবন মনের মতো সাজাচ্ছেন বাড়ির বারান্দাও। তিন-চার লাখ খরচ করছেন তিনি বাড়ির অন্দরসজ্জার জন্য। মার্বেল বসানো হচ্ছে বাড়িতে। পাশাপাশি কীভাবে বারান্দাটি সাজানো হচ্ছে তা-ও জানিয়েছেন বাদ্যকর পরিবারের সদস্যরা।

ভুবনের ছেলে মনোজ বাদ্যকর বলছেন, বারান্দার দেওয়ালে বাবার প্রতিকৃতি আঁকা হয়েছে। বাবা কৃষ্ণের ভক্ত। তাই কৃষ্ণনাম লেখা হয়েছে বারান্দার ফল্স সিলিংয়ে। এছাড়া বারান্দায় কাঠ ও প্লাইউডের কাজ করা হয়েছে। তার সঙ্গে সাচুর্য রেখে ঝোলানো হয়েছে ফ্যান, বাল্বও। নতুন বাড়ি তৈরির বিষয়ে খুশি ভুবনও।