Uorfi Javed: কত টাকার মালিক উরফি জাভেদ?

Uorfi Javed: উরফি জাভেদ, এই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক। অরফি জাবেদ এবং বিতর্ক যেন একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। তিনি হলেন একজন প্রাক্তন…

Uorfi Javed

short-samachar

Uorfi Javed: উরফি জাভেদ, এই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক। অরফি জাবেদ এবং বিতর্ক যেন একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। তিনি হলেন একজন প্রাক্তন বিগ বস ওটিটি প্রতিযোগী, তার বোল্ড পোশাক পছন্দের জন্য পরিচিত। তাঁকে সব সময়ই ক্যামেরার সামনে দেখা যায় উদ্ভট পোশাকে। যা দেখে রীতিমত নেট পাড়ায় কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে।

   

তিনি দূর্গা, সাত ফেরে কি হেরা ফেরি, বেপান্না, জিজি মা, দায়ান, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়, এবং কসৌটি জিন্দেগি ক্যা-এর মতো টেলিভিশন সিরিয়ালের অংশ ছিলেন। তবে, বিগ বস ওটিটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আজকে কোনরকম কটাক্ষ কিংবা অভিনেত্রীর নেতিবাচক দিক নয় বরং আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো অভিনেত্রী বর্তমানে কত কোটি সম্পত্তির মালিক। তিনি একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে তাঁর চার ভাইবোনের সঙ্গে বেড়ে ওঠেন, যার মধ্যে তিন বোন, আসফি জাভেদ, ডলি জাভেদ এবং উরুসা জাভেদ এবং তার এক ছোট ভাই সমীর আসলাম রয়েছে।

বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। তিনি একটি জিপ কম্পাস এসইউভির মালিক, যার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। উরফি জাভেদ একটি সিরিয়ালের একটি পর্বে উপস্থিত হওয়ার জন্য প্রায় 30,000 টাকা নেয় বলেই সূত্রের খবর এবং রিপোর্ট অনুসারে 150 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে বলে মনে করা হয়।

তিনি অভিনয়, মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে তাঁর বেশিরভাগ অর্থ উপার্জন করেন। তাঁর আয়ের একটি বড় অংশ পণ্য অনুমোদন থেকে আসে। 2023 সালের এক রিপোর্ট অনুযায়ী উরফি জাভেদের আনুমানিক নেট মূল্য প্রায় $21 মিলিয়ন (173 কোটি টাকা)। তাঁর বার্ষিক আয় বা বেতন প্রায় 22+ কোটি টাকা।