Bikram: ‘বউ চাইলে বিবাহের চিহ্ন বহন করতে রাজি’ বিক্রম

আজকের আধুনিক সমাজ গলা ছেড়ে চিৎকার করে যতই বলুক না কেন যে নারী পুরুষ সমান সমান,তবু কার্যক্ষেত্রে তা দেখা যায়না।  সমাজে এখনও মহিলাদের বিয়ের পর…

bikram

short-samachar

আজকের আধুনিক সমাজ গলা ছেড়ে চিৎকার করে যতই বলুক না কেন যে নারী পুরুষ সমান সমান,তবু কার্যক্ষেত্রে তা দেখা যায়না।  সমাজে এখনও মহিলাদের বিয়ের পর পাল্টে ফেলতে হয় তাদের পদবী। 

   

কিন্তু একবার ভাবুন তো,বিয়ের পর যদি হঠাৎ বদলে যেতো ছেলেটির পদবী,তাহলে কেমন হত? ঠিক এমনটাই ঘটেছে প্রীতম ওরফে বিক্রম অভিনীত চরিত্রটির জীবনে। বিয়ের পর তাঁর পদবী বদলে যায়। প্রীতম গুলিয়ে ফেলে তাঁর পদবী রায় না সেন?এমনই একটি অভিনব বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের নতুন ছবি ‘কুলের আচার’। যে ছবিতে টলিউডে প্রথমবার জুটি বেঁধেছেন বিক্রম ও মধুমিতা।

‘কুলের আচার’-এর প্রচারে এসে এক সংবাদ মাধ্যমে বিক্রম বলেন, ‘ মেয়েদের পদবী পরিবর্তনে প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন। এছাড়া তিনি আরও জানান, বিয়ের পরে মেয়েদের বেশ কিছু অনর্থক নিয়ম মানতে হয় পোশাক বা সময়ে বাড়ি ফেরা নিয়ে। আমি সেই সব কিছুরও ঘোর বিরোধী। তবে হ্যাঁ, যদি আমার স্ত্রী বিয়ের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন আর আমাকেও বিয়ের চিহ্ন হিসেবে কিছু একটা পরতে বলেন, যেমন ধরুন কড়া, আমি সানন্দে সেই নিয়ম মেনে চলব। খালি যেন একটু স্টাইলিশ লাগে।’

এছবিতে দীর্ঘ ৫ বছর পর বড় পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার। মধুমিতার শ্বশুর,শাশুড়ি চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী হালদার এবং নীল মুখোপাধ্যায়কে।