একরত্তি ভামিকাকে সাইকেলে বসিয়ে প্যাডেল ঘোরালেন অনুষ্কা

সেলিব্রিটিদের একটু শান্তির জায়গা মানেই মলদ্বীপ। ছুটি কাটাতে প্রায়শই তাদের দেখা যায় সমুদ্রের তীরে। ছোট ভামিকাকে (Vamika) নিয়ে সদ্য বাড়ি ফিরে এসেছেন বিরুষ্কা। তবে নায়িকার…

nushka Sharma's "Best Memories

short-samachar

সেলিব্রিটিদের একটু শান্তির জায়গা মানেই মলদ্বীপ। ছুটি কাটাতে প্রায়শই তাদের দেখা যায় সমুদ্রের তীরে। ছোট ভামিকাকে (Vamika) নিয়ে সদ্য বাড়ি ফিরে এসেছেন বিরুষ্কা। তবে নায়িকার মন পড়ে আছে মলদ্বীপেই। তাই দ্বীপরাষ্ট্রে বেড়ু বেড়ু করবার এক ভিডিয়ো ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন বিরাট ঘরনি। সেই ভিডিয়োয় দেখা গেল কেমনভাবে মলদ্বীপে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা (Anushka Sharma)।

   

আর তাঁর সেই সফরে অনুষ্কার সঙ্গী একরত্তি ভামিকা। পরনে কখনও কমলা বিকিনি, আবার কখনও শর্টস। সাইকেলের পিছনে ভামিকাকে বসিয়ে মন খুলে সাইকেল চালাচ্ছেন অনুষ্কা। কখনও রিসোর্টের বাগানে, আবার কখনও সমুদ্রের ধারে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সেরা স্মৃতি, আমার দুই ভালোবাসার মানুষের সঙ্গে। প্য়াডেল করে কেউ আমাকে নিয়ে চলুক। সত্যি বলতে মালদ্বীপের মত সুন্দর লোকেশনে সাইকেল চালিয়ে প্রকৃতিকে দর্শন করার উপভোগ কেউই সহজে ভুলতে পারেনা। ভিডিওতে সাইকেলের পেছনে ছোট্ট ভামিকাকে দেখা গেলেও, বিরাটকে দেখা যায়নি।

ইতিমধ্যেই নিজের ভ্যাকেশন অর্থাৎ মালদ্বীপের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন অনুষ্কা শর্মা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)