মন্দিরে আমিশা প্যাটেলকে ঘিরে ধরল ‘ভণ্ড সাধু’, ভাইরাল ভিডিও

মহাশিবরাত্রি (Mahashivratri) ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনটি শিবভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গোটা দেশে মানুষ শিবের পূজা আরাধনায় মগ্ন থাকে। পুজো দেওয়ার জন্য কেউ…

ameesha-patel-Mahashivratri-visit-juhu-temple-dhongi-babas-controversy

short-samachar

মহাশিবরাত্রি (Mahashivratri) ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনটি শিবভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গোটা দেশে মানুষ শিবের পূজা আরাধনায় মগ্ন থাকে। পুজো দেওয়ার জন্য কেউ বাড়িতে, কেউ মন্দিরে গমন করেন। তবে মুম্বইয়ের জুহু এলাকায় অবস্থিত একটি শিব মন্দিরে ঘটে একটি বিরল ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার সৃষ্টি করেছে। এদিন মন্দিরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। কিন্তু সেখানে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

   

মহাশিবরাত্রির (Mahashivratri) পবিত্র দিনটি উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে এসেছিলেন আমিশা প্যাটেল (Ameesha Patel)। অভিনেত্রীকে দেখতে মন্দিরের বাইরে ভিড় জমে যায়। সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে ওঠে দর্শকরা। সেলিব্রিটির সঙ্গে ছবি তোলার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। এর মধ্যেই কিছু সাধুবেশী ব্যক্তিরা আমিশাকে ঘিরে ফেলেন। তাঁরা সেলফি তোলার জন্য তাঁর কাছে চলে আসেন, এমনকি মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্যও তার কোনও সুযোগ ছিল না। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রায় তিন-চারজন সাধু আমিশাকে (Ameesha Patel) ঘিরে ধরেন এবং সেলফি তুলতে শুরু করেন। অন্যান্য পুণ্যার্থীরা লাইনে দাঁড়িয়ে পুজোর জন্য অপেক্ষা করলেও এসব সাধুদের কাছে তাদের কোনো গুরুত্ব ছিল না। এই দৃশ্য দেখে কিছু দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে শুরু করেন, ‘ভেকধারী সাধুরা এত সেলফি কেন তুলছেন?’ এক নেটিজেন লেখেন, ‘যারা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন, তাদের তো কোনও গুরুত্ব দেওয়া হচ্ছিল না!’ অনেকে তাঁদের ‘ঢঙ্গি বাবা’ বা ‘ভণ্ড সাধু’ বলেও মন্তব্য করেছেন।

ভিড় ক্রমাগত বাড়তে থাকায় নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করেন। তারা সাধুদের সরিয়ে দেন, যাতে অভিনেত্রী শান্তিপূর্ণভাবে মন্দিরে ঢুকতে পারেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে, আমিশা প্যাটেল (Ameesha Patel) কোনো রকম বিরক্তি প্রকাশ না করে হাসিমুখে সেই ‘ভন্ড সাধু’দের আবদার মেটান। পরে, নিরাপত্তারক্ষীরা তাকে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেওয়ার সুযোগ করে দেন। সেই সময় তিনি নিরাপত্তা কর্মীদের ধন্যবাদও জানান। মহাশিবরাত্রি উপলক্ষে আমিশা প্যাটেল পরেছিলেন গোলাপি সালোয়ার কিমিজ। এতে জরির কাজ করা ছিল, তবে তিনি গয়নাহীনভাবে সাজেন। হালকা মেকআপ, মুক্তকেশী আমিশা প্যাটেলকে দেখে মুগ্ধ হতে হয়।

অন্যদিকে, শিবরাত্রি (Mahashivratri) উপলক্ষে অনেক বলিউড তারকাও মন্দিরে গিয়ে শিবপূজা করেছেন। তাদের মধ্যে পলক তিওয়ারি, রাজকুমার রাও, মৌনি রায় প্রমুখ শিবের দর্শন করতে গিয়ে তাদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।