Khadi-Gramin Council: নিয়োগ হতে চলেছে রাজ্যের খাদি-গ্রামীণ পর্ষদে, রইল বিস্তারিত তথ্য

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পর এবার খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ (Khadi-Gramin Council)। আরও একটি দফতরে বিপুল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। নবান্নের তরফে জারি…

Khadi-Gramin West Bengal

short-samachar

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পর এবার খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ (Khadi-Gramin Council)। আরও একটি দফতরে বিপুল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। নবান্নের তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।

   

খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে নিয়োগ
রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প বিভাগের অধীনস্থ। এতে মোট কত জনকে চাকরি দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে অবসরপ্রাপ্তদের এতে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন পদ্ধতি
এতে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদনকারীকে নির্দিষ্ট একটি ফর্মে পূরণ করতে হবে। যার সঙ্গে থাকবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি ও কর্মজীবনের শংসাপত্রের প্রতিলিপি। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের দফতরে ওই ফর্ম নিয়ে প্রার্থীকে হাজির হতে হবে। সঙ্গে রাখতে হবে যাবতীয় নথির মূল শংসাপত্র। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের চলতি বছরের ১১ জুন সকাল ১১টার মধ্যে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ওই দিন সমস্ত নথি যাচাই করবে কর্তৃপক্ষ।

নিয়োগ প্রক্রিয়া
সংশ্লিষ্ট পোস্টে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। যা আবেদনপত্র জমা দেওয়ার দিন অর্থাৎ ১১ জুনও হতে পারে। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাই দেখে নিতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-বয়স সীমা
সংশ্লিষ্ট পোস্টে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর। এতে সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকের ডিগ্রি। প্রতি মাসে পারিশ্রমিক মিলবে ৪০,০০০ টাকা।

প্রসঙ্গত, প্রার্থী নির্বাচন হয়ে গেলে তাঁকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে কাজ্য সরকার। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। যা পরে পারফরম্যান্সের ভিত্তিতে বাড়াতে পারে কর্তৃপক্ষ। এই পদে পারিশ্রমিক ছাড়া অন্য কোনও আর্থিক সুযোগ সুবিধা মিলবে কিনা, তা মূল বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে।