iPhone 15: আইফোন ১৪ র পরে এবার নতুন নামে আসবে আইফোন ১৫ 

গত সপ্তাহে বহু প্রতীক্ষিত আইফোন ১৪ লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই সিরিজের অধীনে বাজারে চারটি মডেল পাওয়া যাবে- আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪…

short-samachar

গত সপ্তাহে বহু প্রতীক্ষিত আইফোন ১৪ লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই সিরিজের অধীনে বাজারে চারটি মডেল পাওয়া যাবে- আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স। লঞ্চের পর থেকেই আলোচনা শুরু হয়েছে কেমন হবে আইফোন ১৫ (iPhone 15)।

   

জানা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে নামকরণে পরিবর্তন আসতে পারে। জনপ্রিয় দুজন অ্যাপল বিশ্লেষক জানিয়েছেন, আইফোন ১৫ প্রো ম্যাক্স এর পরিবর্তে আইফোন ১৫ আল্ট্রা নামে বাজারে আসতে পারে। অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান পরবর্তী আইফোন সম্পর্কে বলেন, অ্যাপল খুব সম্ভবত তাদের পরবর্তী প্রজন্মের টপ-এন্ড মডেলের নাম ‌‘প্রো ম্যাক্স’ থেকে ‘আল্ট্রা’ করতে চলেছে। কারণ, এম১ প্রো, এম১ ম্যাক্স, এবং এম১ আল্ট্রা ম্যাক চিপগুলো ব্যবহারের ফলে অ্যাপলের নতুন নাম হওয়ার সাথে ভালভাবে মিল হবে।

আইফোন ১৪ সিরিজের উন্মোচনের দিন অ্যাপল প্রধান টিম কুক তার বক্তব্যে বলেন, স্টার্ট ক্রিয়েটিং ডিফারেন্সিয়েশন। যার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন, অ্যাপলের পরবর্তী আইফোন ১৫ সিরিজে এক্সক্লুসিভ ফিচার থাকবে।