Murshidabad: ফারাক্কায় প্রবল বিস্ফোরণে জখম একাধিক শিশু

ভয়াবহ পরিস্থিতি। তীব্র আতঙ্ক। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু। এই ঘটনাটি ঘটেছে (Murshidabad) মুর্শিদাবাদে।  ফারাক্কা থানার উত্তর ইমামনগর এলাকায়।      ঝড়…

Crude bombs

short-samachar

ভয়াবহ পরিস্থিতি। তীব্র আতঙ্ক। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু। এই ঘটনাটি ঘটেছে (Murshidabad) মুর্শিদাবাদে।  ফারাক্কা থানার উত্তর ইমামনগর এলাকায়। 

   

ঝড় বৃষ্টির পর ইমানগরের আম বাগানে আম পড়েছিল। সেই আম কুড়িয়ে আনতে গিয়ে ছড়িয়ে থাকা বোমা ফেটে জখম শিশুরা। এক শিশু গুরুতর জখম। পরিস্থিতির তীব্র উত্তেজনার।

জানা যাচ্ছে ওই আম বাগানের চারিদিকে বোমা রাখা আছে। সেখানেই হয়েছে বিস্ফোরণ। এদিন দুপুরে ওই আম বাগানে যায় শিশুরা। তারা বোমাকে বল ভেবে নিয়ে  খেলছিল তারা। তখনই বোমা ফাটে। তীব্র বিস্ফোরণ শব্দে এলাকাবাসী চমকে যান। দ্রুত ওই আম বাগানে গিয়ে সবাই দেখতে পান ভয়াবহ পরিস্থিতি। রক্তাক্ত শিশুরা চারিদিকে পড়ে আছে।

আহত শিশুদের  দ্রুত জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ওই আম বাগানের মধ্যে বোমা পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, ইমামনগরের ওই আম বাগানে পঞ্চায়েত ভোটে হামলার জন্য দুষ্কৃতিরা বোমা মজুদ করেছিল।