Purba Bardhaman: প্যান্টোগ্রাফ ভেঙে দুর্ঘটনার কবলে সরাইঘাট এক্সপ্রেস

পূর্ব বর্ধমানে বনপাশ স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে গেল সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের। বর্ধমান জংশন ও বোলপুর শান্তিনিকেতনের মাঝে বনপাশ স্টেশন। সন্ধ্যে ৬ টা থেকে সরাইঘাট…

Why Train Speed Increases at Night

short-samachar

পূর্ব বর্ধমানে বনপাশ স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে গেল সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের। বর্ধমান জংশন ও বোলপুর শান্তিনিকেতনের মাঝে বনপাশ স্টেশন। সন্ধ্যে ৬ টা থেকে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে বনপাশ স্টেশনে । দ্রুত পরিস্থিতি স্বাবাভিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে রেল।

   

প্রায় দু’ঘন্টা ধরে আটকে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। হয়রানির শিকার যাত্রীরা। এতখন ধরে আটকে থাকায় তারা রীতিমত ক্ষুব্দ।

শুক্রবার দুপুর থেকেই স্বস্তি দিয়ে ঝড়-বৃষ্টি শুরু হয় কলকাতা থেকে জেলায় জেলায়। তারই মাঝে স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।