ATK Mohun Bagan: বিরাট অর্থের চুক্তিতে সবুজ-মেরুনে আসছেন আনোয়ার

এবার বড়সড় চমক দিল মোহনবাগান (ATK Mohun Bagan) সুপারজায়ান্টস। আগামী মরশুমের জন্য এবার দেশের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে চূড়ান্ত করল দল।

Anwar Ali Signs with FC Goa

short-samachar

দিনকয়েক আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলের মরশুম। তবে এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। পাশাপাশি তারকা ফুটবলারদের দলে টানতে একের পর এক লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে ক্লাব গুলি। এসবের মাঝেই এবার বড়সড় চমক দিল মোহনবাগান (ATK Mohun Bagan) সুপারজায়ান্টস। আগামী মরশুমের জন্য এবার দেশের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে চূড়ান্ত করল দল।

   

পূর্বে আকাশ মিশ্রার মতো তারকা ফুটবলা কে বিরাট অঙ্কের চুক্তিতে দলে টানার কথা শোনা গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের তরফে। এবার এফসি গোয়া থেকে বিরাট চুক্তিতে আনোয়ার কে ছিনিয়ে নিল কলকাতার এই প্রধান। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে ৫ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে আসতে চলেছেন এই তারকা ফুটবলার।

এখনো পর্যন্ত তার আসার কথা সরকারিভাবে জানানো না হলেও তার আসা যে একপ্রকার নিশ্চিত তা কিন্তু বলাই চলে। তবে মূল প্রশ্ন হল, এফসি গোয়া থেকে এই তারকা ডিফেন্ডার কে দলে নেওয়ার পর কাকে দল থেকে ছেটে ফেলবেন বাগানের হেডস্যার? উত্তরের অপেক্ষায় সকলে।