Siliguri: মাটিগাড়ায় চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

শিলিগুড়িতে Siliguri) চলন্ত গাড়িতে আগুন।নিমেষের মধ্যে আগুনে পুড়ে ছাই হল একটি ছোট চারচাকা গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার কাছে।

car caught fire in Siliguri Matigara

short-samachar

শিলিগুড়িতে Siliguri) চলন্ত গাড়িতে আগুন।নিমেষের মধ্যে আগুনে পুড়ে ছাই হল একটি ছোট চারচাকা গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার কাছে। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়। যদিও ঘটনায় কোন হতাহতের খবর নেই।

   

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল ওই গাড়িটি। মাটিগাড়ার একটি শপিংমলের কাছে গাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি নজরে আসতেই গাড়িটিকে দাড় করায় সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ। গাড়ির ভেতর থেকে দুজন যাত্রীকে বের করা হয়। এরপরই নিমেষের মধ্যে আগুন লেগে যায় গাড়িটিতে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।পরবর্তীতে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মাটিগাড়া থানার পুলিশ।