Tripura Election 2023: মোদীর সফরের আগেই ‘গ্যাস’ দেবে বলেছে বিজেপি, মানিকের দাবি ফের জুমলা

সরকার গড়লে ত্রিপুরাবাসীকে বিনামূল্যে গ্যাস দেবে বিজেপি (BJP)। তাও জোড়া সিলিন্ডার দেবার সংকল্প করেছে শাসক দল। Tripura Election 2023 নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে,

Manik Sarkar

short-samachar

সরকার গড়লে ত্রিপুরাবাসীকে বিনামূল্যে গ্যাস দেবে বিজেপি (BJP)। তাও জোড়া সিলিন্ডার দেবার সংকল্প করেছে শাসক দল। Tripura Election 2023 নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, ‘সকল সুবিধাভোগীকে বিনামূল্যে দুটি সিলিন্ডার’। এর পরেই রাজ্য জুড়ে চলছে শাসক দলের প্রতি কটাক্ষ, কতদিন গ্যাস সিলিন্ডার দেবে তা তো বলেনি। এটাও একটা জুমলা।

   

আরও পড়ুন: Tripura Election 2023: ১৫১ চাকরিহীন শিক্ষক-শিক্ষিকার মৃত্যুতে ত্রিপুরার ভোট গরম, বিজেপি নীরব

মোদীর (Modi) প্রচারের আগে বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (Manik Sarkar) কটাক্ষ, আবোল তাবোল বলে মানুষের মূল সমস্যা থেকে মুখ ঘুরিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি। তাদের এবারের ইস্তাহারও প্রতারণায় ভরপুর।

ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী ঠিক কোন বিষয়ে জোর দেবেন তাও রাজ্যবাসীর কাছে প্রশ্ন। কারণ, গতবারের প্রতিশ্রুতি মতো সরকারি নিয়োগ ও কর্মসংস্থান করতে পারেনি বিজেপি। এবারে তাদের ইস্তাহারে নিয়োগ সংক্রান্ত কোনও প্রতিশ্রতি নেই। তবে আছে একাধিক সামাজিক ভাতা প্রদানের বিষয়।
বিজেপি ত্রিপুরা প্রদেশের দাবি, ১১ ফেব্রুয়ারি রাজ্যে ভোট প্রচার করবেন মোদী।

আরও পড়ুন: Adani Group: আগামী মাসের মধ্যে চার হাজার কোটি টাকার ঋণ শোধ করবে আদানি গ্রুপ

তাঁর প্রচারে গেরুয়া ঝড় উঠবে। প্রধানমন্ত্রী মোদীর প্রচারের জন্য লেখা হয়েছে আমি আসছি ত্রিপুরা। এদিকে বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন, প্রতারণার ইস্তাহার নিয়ে বিজেপির নৌকা ডুবতে চলেছে। বামফ্রন্ট ইস্তাহারে আছে নিয়োগ বার্তা। রাজ্যবাসী বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তৈরি।