Mohammedan SC: অব্যাহত জয়ধারা, কন্যাশ্রী কাপে মহমেডান জিতল ২-‌০ গোলে

মোহনবাগান মাঠে জিতল মহমেডান স্পোর্টিং-‌এর (Mohammedan SC) মেয়েরা। কন্যাশ্রী কাপে টানা পাঁচ ম্যাচ জিতল মহমেডান স্পোর্টিং

Mohammedan SC kanyashree cup

short-samachar

মোহনবাগান মাঠে জিতল মহমেডান স্পোর্টিং-‌এর (Mohammedan SC) মেয়েরা। কন্যাশ্রী কাপে টানা পাঁচ ম্যাচ জিতল মহমেডান স্পোর্টিং। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ২-‌০ গোলে হারায় মহমেডানের মেয়েরা। ম্যাচের ২৬ মিনিটে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহমেডান।

   

ম্যাচের ৪৮ মিনিটে জ্যোতির গোলে জয় নিশ্চিত করে মহমেডান স্পোর্টিং কন্যার দল। এই জয়ে কন্যাশ্রী কাপে টানা পাঁচ ম্যাচ অপরাজিত মহমেডান স্পোর্টিং-‌এর মেয়েরা।

এর আগে ইস্টবেঙ্গলের ইতিহাস গড়ে। বেহালা ঐক্য সম্মিলনী কে দেয় ৩৫ গোল। গোল করেন কবিতা ৬ টি,মৌসুমি ৬ টি,দেবলীনা ৫ টি,গীতা ৫ টি,সুস্মিতা ৪ টি,ঐশ্বর্য ৩ টি,সুলঞ্জনা ২ টি,তনুশ্রী ২ টি,পিয়ালি ১ টি টি,বিরসি ১ টি।