Hooghly : মাদ্রাসার ভোটে CPIM এর কাছে গোহারা TMC

মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা? মাদ্রাসা পরিচালন বোর্ড দখলে তৃণমূলকে শূন্য করে দিল সিপিআইএম। হুগলির (Hooghly) বাঁশবেড়িয়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতি দখল করল সিপিআইএম। বামপন্থী…

Hooghly TMC lost to CPIM in madrasa polls

short-samachar

মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা? মাদ্রাসা পরিচালন বোর্ড দখলে তৃণমূলকে শূন্য করে দিল সিপিআইএম। হুগলির (Hooghly) বাঁশবেড়িয়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতি দখল করল সিপিআইএম। বামপন্থী ছয় জন প্রার্থী (তার মধ্যে একজন মহিলা) জয়ী হয়েছেন। এর আগে ছয়জন সদস্যই ছিল তৃনমূলের।

   

১ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ৬৭৭ জন ভোট দিয়েছিলেন। তৃণমূলের হাতছাড়া হয়েছে বোর্ড। ‘ভোট শান্তিপূর্ণ হওয়ায় এই জয়’ জানিয়েছেন সিপিআই(এম) নেতা জুলফিকার আলি।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলছিল না, অনেক অভিযোগ ছিল। সেগুলো নিয়ে অভিভাবকদের মধ্যে প্রচার করা হয়। মানুষ বুঝতে পেরেছেন। এই ফল পঞ্চায়েতে প্রভাব ফেলবে বলে দাবি তাঁর। তিনি বলেন, যে ভাবে শিক্ষায় দূর্নীতি হয়েছে। শিক্ষা মন্ত্রী থেকে আধিকারিকরা জেলে গেছেন মানুষ সব বুঝতে পারছেন।

বাঁশবেড়িয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ড ইসলামপাড়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসায় ১৩০৮ জন ভোটার। ভোট দেন ৬৭৭ জন। ভোট গনণা শেষ হয় রবিবার রাত সাড়ে দশটা নাগাদ। সোমবার সকাল থেকে এলাকায় সিপিআইএমের উচ্ছাস শুরু হয়েছে।

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা চট্টোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বামপন্থীরা জয়ী হয়েছে। এতে প্রমাণ হয় কোনও অশান্তি ছাড়া ভোট হয়। স্কুল নির্বাচনে সে ভাবে রাজনীতি থাকে না। তবে এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।