উৎসবের মরসুমে স্বস্তি দিচ্ছে সমালোচিত পাসি

পুজোর মরসুমে লাল-হলুদ শিবিরে স্বস্তির হাওয়া। ধারাবাহিকভাবে আশা যোগাচ্ছে স্কোয়াডের প্রথম দল। প্রস্তুতি ম্যাচে এসেছে ব্যাক টু ব্যাক জয়। ইস্টবেঙ্গলের অধিনায়কের আর্ম ব্যান্ড তুলে দেওয়া…

Sumit Passi getting back to back goals

short-samachar

পুজোর মরসুমে লাল-হলুদ শিবিরে স্বস্তির হাওয়া। ধারাবাহিকভাবে আশা যোগাচ্ছে স্কোয়াডের প্রথম দল। প্রস্তুতি ম্যাচে এসেছে ব্যাক টু ব্যাক জয়। ইস্টবেঙ্গলের অধিনায়কের আর্ম ব্যান্ড তুলে দেওয়া হয়েছিল সুমিত পাসির (Sumit Passi) হাতে। ডুরান্ড কাপে প্রবল সমালোচিত হতে হয়েছিল তাঁকে। মাঠে তাঁর ভূমিকা নিয়েই উঠেছিল প্রশ্ন। দলে তাঁকে নেওয়ার কী দরকার ছিল, এমন প্রশ্নও লাল হলুদ সমর্থকদের একাংশ তুলেছিলেন।

   

ইন্ডিয়ান সুপার লিগে নামার আগে প্রস্তুতি ম্যাচে জোর দিয়েছে লাল হলুদ ব্রিগেড। প্রথম দলকে খেলিয়ে তৈরি করে নিতে চাইছেন স্টিফেন কনস্টানটাইনরা। প্রস্তুতি ম্যাচে ক্রমে আশার আলো দেখাচ্ছেন সুমিত। ধারাবাহিকভাবে স্কোর শিটে নিজের নাম তুলেছেন তিনি।

জর্জ টেলিগ্রাফ, এরিয়ানের মতো ক্লাবের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধেও এসেছে জয়। আই লিগে সমীহ জাগানোর মতো পার্ফরম্যান্স রিয়াল কাশ্মীরের। তাদের বিরুদ্ধে জয় স্বভাবতই উল্লেখযোগ্য। এই ম্যাচেও সুমিত গোল পেয়েছেন। নজর কেড়েছেন সমর্থকদের।