wedding festivities: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিচা এবং আলি

গতকালই নিজেদের বিয়ের আগের অনুষ্ঠানের (wedding festivities) একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা আলী ফজল এবং অভিনেত্রী রিচা চাড্ডা তাদের সোশ্যাল মিডিয়ায়। সূত্র মারফত জানা গিয়েছে…

Richa Chadha and Ali Fazal

short-samachar

গতকালই নিজেদের বিয়ের আগের অনুষ্ঠানের (wedding festivities) একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা আলী ফজল এবং অভিনেত্রী রিচা চাড্ডা তাদের সোশ্যাল মিডিয়ায়। সূত্র মারফত জানা গিয়েছে যে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৪ই অক্টোবর।

   

উৎসবের মরশুমে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই পরিচিত জুটি। ২০১২ সালে ‘ফুকরে’ ছবির সেটেই একে অপরের সঙ্গে আলাপ আলী এবং রিচার। তারপরে ২০১৫ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে এই জুটি। ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করলেও অতিমারির কারণে তা পিছিয়ে যায়। তবে এবার তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। বৃহস্পতিবার ছিল রিচার মেহেন্দি অনুষ্ঠান।

যার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে তার ভক্তরা মুগ্ধ হয়েছেন।রাহুল মিশ্রের পোশাকে সেজেছিলেন রিচা। আবু জানি ও সন্দীপ খোসলার পোশাকে প্রাক্‌-বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছেন আলি। দিল্লিতে এই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। পরিবার এবং খুব কাছের লোক নিয়ে রিচা করতে চেয়েছেন তার প্রাক বিয়ের অনুষ্ঠান। এছাড়া বন্ধু এবং পরিবার নিয়ে প্রায় 300 জনের আয়োজন রয়েছে এই বিবাহে আসরে।

রিচা এবং আলীর ভক্তরা বহুদিন ধরে অপেক্ষায় ছিল তাদের দুজনের বিবাহের। এবার তাদের প্রাক বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে তারা শুভেচ্ছা বার্তা এবং ভালোবাসা ভরেছেন।