Durga Puja: বাজবে ঢাক গজরাবে মেঘ, সপ্তমী থেকেই বৃষ্টির পূর্বাভাস

করোনা পরিস্থিতি কাটিয়ে যদিও জমাট হতে শুরু করেছে (Durga Puja) দুর্গা পুজো। দ্বিতীয়া থেকে কলকাতা বিভিন্ন প্যান্ডেলে ভিড় বাড়ছে। তৈরি হচ্ছে মফস্বলের বড় বড় পুজো…

short-samachar

করোনা পরিস্থিতি কাটিয়ে যদিও জমাট হতে শুরু করেছে (Durga Puja) দুর্গা পুজো। দ্বিতীয়া থেকে কলকাতা বিভিন্ন প্যান্ডেলে ভিড় বাড়ছে। তৈরি হচ্ছে মফস্বলের বড় বড় পুজো প্যান্ডেল। সেসব জলে যেতে পারে এমনই আশঙ্কা (Rain alert)।

   

Kolkata Rain

উৎসবের আনন্দে জল ঢেলেই দিল হাওয়া অফিসের সতর্কতা। সপ্তমী অষ্টমী নবমী অর্থাত দুর্গাপূজার সবথেকে গুরুত্ব তিনটি ভিড়ভাট্টার দিনে বৃষ্টি হবে। এমনই বার্তা দিচ্ছে আবহাওয়া বিভাগ।

হাওয়া অফিসের সতর্কতা দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Kolkata Rain

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। ফলে উত্তরের জেলাগুলিতেও উতসব আনন্দ মাটি হতে পারে। শরতের হালকা শীতল আমেজ থাকবে না। চলবে আদ্রতাজনিত অস্বস্তি