ফেডারেশনের নির্বাচনে রাজনীতি ঢোকানোর অভিযোগ বাইচুংয়ের

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হওয়ার অভিযোগ করলেন প্রাক্তন আধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Vutiya)। ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন…

Bhaichung Bhutia

short-samachar

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হওয়ার অভিযোগ করলেন প্রাক্তন আধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Vutiya)। ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইচুং।

   

রবিবার গ্যাংটকে এক সাংবাদিক বৈঠকে বাইচুং অভিযোগ করেছেন, “রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই তার নিজের রাজ্য সিকিম ফুটবল সংস্থা থেকে তিনি মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। তাকে অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা থেকে মনোনয়ন পত্র জমা দিতে হয়েছে। আর তার মনোনয়ন পত্রকে সমর্থন করেছে রাজস্থান ফুটবল ফেডারেশন।

বাইচুং আরও বলেছেন, “সিকিমের ক্রান্তিকারী মোর্চার কিছু নেতা রাজ্যের ফুটবল সংস্থার প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করে আমার বিরুদ্ধে ভোট দেওয়াতে চাইছেন। সেটা জানতে পেরে আমি ক্রান্তিকারী মোর্চার শীর্ষনেতৃত্বকে অনুরোধ করেছিলাম ফেডারেশনের নির্বাচন থেকে তারা যেন বিরত থাকেন। কিন্তু লাভ হয়নি। রাজ্য ফুটবল সংস্থার প্রেসিডেন্টের ভোট আমার দরকার নেই। কিন্তু রাজনীতির করাল গ্রাস থেকে ফুটবলকে বাঁচাতে হলে এরকম হস্তক্ষেপ বন্ধ করতে হবে।”

বাইচুং এর সঙ্গে যোগ করেন, “সিকিম ফুটবল সংস্থার প্রেসিডেন্ট মেনলা ইথেনপা-র প্রেসিডেন্টের পদে মেয়াদ আর বেশিদিন নেই। কিন্তু তিনি প্রকৃত অর্থে ফুটবলকে বাঁচাতে চান তাহলে তিনি নিজের বিবেচনায় ভোটদান করুন, রাজনৈতিক নেতাদের কথা শুনতে কেন হবে তাকে?”