Anubrata Mondal: মা দেখিস ! জেলেই শুদ্ধাচারে কালীমূর্তির ছবিতে প্রণাম কেষ্টর

কৌশিকী অমাবস্যা। এদিন দেবীর পুজো দিতে ভক্তদের ঢল নেমেছে বীরভূম জুড়ে। কিন্তু অনুব্রত মণ্ডল। গোরু পাচার তদন্তে আসানসোলে জেলবন্দি। জেলেই শুদ্ধাচারে দেবী কালীর ছবিতে প্রণাম…

anubrata_jial

short-samachar

কৌশিকী অমাবস্যা। এদিন দেবীর পুজো দিতে ভক্তদের ঢল নেমেছে বীরভূম জুড়ে। কিন্তু অনুব্রত মণ্ডল। গোরু পাচার তদন্তে আসানসোলে জেলবন্দি। জেলেই শুদ্ধাচারে দেবী কালীর ছবিতে প্রণাম করলেন তিনি।

   

জানা গেছে, সকালে উঠে স্নান করে পোশাক বদলে মায়ের পুজো করেছেন জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল। জেলের ভিতর নেই মূর্তি। সংশোধনাগারের মধ্যে থাকা হনুমান মন্দিরের পাশে একটি টাইলসের ওপর মা কালীর ছবি রয়েছে। তাতেই নকুলদানা দিয়ে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় ১৪ দিনের সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত। এখন জেলে কাটাবেন আরও দু সপ্তাহ।

এদিকে শুক্রবার কৌশিকী অমাবস্যা। তারাপীঠে ভক্ত সমাগম। কিন্তু অনুব্রত বিহীন বোলপুরের পুজোর আয়োজনে ঠাঁটবাট নেই। গত বছর বোলপুরের তৃণমূল কার্যালয়ে মা কালীকে ৫৭০ ভরি গয়না পরিয়ে পুজো করেছিলেন তিনি। ১৯৯৮ সালে কংগ্রেসে থাকাকালীন পুজোর শুরু। নিজেই সমস্ত দায়িত্ব সামলাতেন। তবে কালী পুজো করলেও অনুব্রত মূলত শিবের ভক্ত।

সিবিআই হেফাজতে গত ১৪ দিনে ১০ কেজি ওজন ঝরেছে অনুব্রতর। ১২০ কিলো থেকে কমে সোজা ১০৯ কিলো ৯০০ গ্রাম। ভারী চেহারার জন্য দলনেত্রীর কাছ থেকে এর আগতে ধমক খেয়ছেন কেষ্ট। ট্রেড মিল কিনেও লাভ হয়নি। কিন্তু সেই কেষ্ট সিবিআই হেফাজতে গিয়ে কমিয়ে ফেলেছেন ১০ কিলো ওজন। মনে করা হচ্ছে এবার জেলে আরও ওজন কমবে।