কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গ্রেনেড বিস্ফোরণে মৃত দুই জওয়ান

      এবার কাশ্মীরের(Jammu and Kashmir) পুঞ্চ সেক্টরে গ্রেনেড বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল দুই সেনা জওয়ানের। সোমবার পুঞ্চের মেন্ধার (Mendhar) সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আকস্মিক গ্রেনেড…

short-samachar

 

   

এবার কাশ্মীরের(Jammu and Kashmir) পুঞ্চ সেক্টরে গ্রেনেড বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল দুই সেনা জওয়ানের। সোমবার পুঞ্চের মেন্ধার (Mendhar) সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আকস্মিক গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে প্রতিরক্ষা জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

জম্মুর সেনা PRO জানান, চিকিৎসাধীন অবস্থায় একজন সেনা কর্মকর্তা ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) আহত হয়ে মারা যান। রবিবার রাতে পুঞ্চের মেন্ধার সেক্টরে একটি আকস্মিক গ্রেনেড বিস্ফোরণ ঘটে যখন নিয়ন্ত্রণরেখা বরাবর সেনারা তাদের দায়িত্ব পালন করছিল। বিস্ফোরণের ফলে সেনারা আহত হয়। চিকিৎসা চলাকালীন, একজন কর্মকর্তা এবং একজন জেসিও তাদের আঘাতের কারণে মারা যান।

সমস্ত আহত জওয়ানদের অবিলম্বে হেলিকপ্টারের মাধ্যমে উধমপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না।