এটিকের হয়ে আইএসএল চ‍্যাম্পিয়ন স্প‍্যানিশ তারকাকে দলে নিল Kerala Blasters

আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলতে দেখা যাবে ভিক্টর মনগিল’কে। ২০২৩ অবধি এই স্প‍্যানিশ ফুটবলারের সাথে চুক্তি করলো সংশ্লিষ্ট ক্লাব।     এর আগে…

Kerala Blasters picked the ISL champion Spanish star Victor Mongil for ATK

short-samachar

আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলতে দেখা যাবে ভিক্টর মনগিল’কে। ২০২৩ অবধি এই স্প‍্যানিশ ফুটবলারের সাথে চুক্তি করলো সংশ্লিষ্ট ক্লাব।

   

এর আগে ২০১৯-২০ মরশুমে ট্রান্সফার উইন্ডো’তে এটিকে’তে এসেছিলেন এই ফুটবলার।সেই বার আইএসএল চ‍্যাম্পিয়ান হয় এই ক্লাব।এরপর নিজের পুরনো ক্লাব ডায়নামো তিবলিসিতে ফিরে যান তিনি।যদিও কয়েক দিনের মধ্যে ফের ফিরে আসেন ভারতে,যোগ দেন ওড়িশা এফসি’তে।সেখান থেকে কেরালায়।

রিয়েল ভালাদোলিদের যুব দলের হয়ে কেরিয়ার শুরু হয় এই ফুটবলারের।স্পেনের একাধিক দলের হয়ে খেলা এই ফুটবলার অ্যাটলেটিকো মাদ্রিদের ‘বি’দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন।২০১৯ সালে যোগ দেন ডায়নামো তিবলিসিতে।সেইবার জর্জিয়া প্রিমিয়ার লিগ জেতে সংশ্লিষ্ট ক্লাব।এই ক্লাবের হয়ে ইউরোপা লিগেও খেলেছিলেন।

কেরালায় যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত এই স্প‍্যানিশ তারকা।জানিয়েছেন সতীর্থদের সাথে দেখা করার জন্য মুখিয়ে আছেন।এখন শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করার অপেক্ষায় দিন গুনছেন।