‘নিউটনের আপেলের মতো TET নম্বর দেওয়া হয়েছে’ বিচারপতির মন্তব্যে চাঞ্চল্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের মন্বব্য, ‘নিউটনের আপেলের মতো TET নম্বর দেওয়া হয়েছে’। এই মন্তব্য নিয়ে শোরগোল।…

ssc high

short-samachar

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের মন্বব্য, ‘নিউটনের আপেলের মতো TET নম্বর দেওয়া হয়েছে’। এই মন্তব্য নিয়ে শোরগোল।

   

আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে ২৭৩ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া নিয়েই প্রধান সমস্যা। বিচারপতির বক্তব্য, এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মতো। গাছের নীচে বসে ছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ কিছু চাকরি প্রার্থী বাড়তি ১ নম্বর পেয়ে গেলেন। এ ক্ষেত্রে এই ১ নম্বর হল নিউটনের আপেল। এই ১ নম্বর কোথা থেকে এল সেটাই এই মামলার বিচার্য বিষয়। কিন্তু বারবার আদলতে রাজ্য সরকার অথবা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বারবার বলা হয়েছে। এই ধরনের ভুল অস্বাভাবিক নয়। এই ধরনের ভুল হয়েই থাকে।

আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় যে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে তা মুখবন্ধ খামে মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। যার ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।