ATK Mohun Bagan ক্লাবে অরিন্দম ভট্টাচার্যের যোগদানকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

এএফসি কাপে ক্লাবের প্রত‍্যাশা মতো ফলাফল দিতে ব‍্যর্থ৷ তাই আগামী মরসুমের আইএসএল শুরু’র আগেই অমরিন্দর সিং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়বেন তা একপ্রকার পাকা।…

Arindam Bhattacharya ATk mohunbagan

short-samachar

এএফসি কাপে ক্লাবের প্রত‍্যাশা মতো ফলাফল দিতে ব‍্যর্থ৷ তাই আগামী মরসুমের আইএসএল শুরু’র আগেই অমরিন্দর সিং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়বেন তা একপ্রকার পাকা। দারুণ জল্পনা তাকে তুলে নিতে পারে ইস্টবেঙ্গল।

   

কিন্তু ইস্টবেঙ্গল দলের গত মরসুমের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) ক্লাব ভবিষ্যৎ কি? তিনি কি আদৌও থাকবেন আগামী মরসুমে ইস্টবেঙ্গলে। এর আগেই আমরা জেনেছিলাম সূত্রের খবর অনুযায়ী লাল হলুদ শিবির ভালো দল গড়তে পারলে তবেই তিনি আগামী মরসুমে থাকবে ইস্টবেঙ্গলে। এমন সময় তার পুরনো ক্লাব এটিকে মোহনবাগানে ফিরে যাওয়াকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি অরিন্দম নিজে জানিয়েছিলেন আগামী মরসুমে তার কাছে ভারতের বেশ কিছু ক্লাবে খেলার প্রস্তাব আছে। রয়েছে একটি কলকাতার ক্লাবে খেলার প্রস্তাব। এরপর থেকেই দারুণ জল্পনা জারি যে, ফের আরেকবার নিজের পুরনো ক্লাব এটিকে মোহনবাগানে ফিরতে পারেন তিনি। এই ক্লাবের হয়ে ম‍্যাজিকাল পারফরম্যান্স দিয়ে এই গোলকিপার আইএসএলের সেরা গোলকিপার হিসেবে ‘সোনার গ্লাভস’জিতে নিয়েছিলেন। অরমিন্দরের সবুজ মেরুন শিবির ছাড়ার খবর প্রকাশ‍্যে আসার পর থেকে অরিন্দমের ফের নিজের পুরনো ক্লাবে যোগদান করা নিয়ে বিরাট জল্পনা শুরপ হয়েছে।