Tollywood: সানাইয়ের সুরে শুরু ঋদ্ধি-শুভশ্রীর প্রেম পর্ব

প্রেমে পরার কোনও বয়স হয় না। না ভালবাসার কোনও ধর্ম থাকে। এটা শুধু একটা অনুভূতি। যার জন্য মানুষ মরতেও রাজি। অসমবয়সী প্রেমের কাহিনি নিয়ে আসছে…

subhasree-ganguly-and-riddhis

short-samachar

প্রেমে পরার কোনও বয়স হয় না। না ভালবাসার কোনও ধর্ম থাকে। এটা শুধু একটা অনুভূতি। যার জন্য মানুষ মরতেও রাজি। অসমবয়সী প্রেমের কাহিনি নিয়ে আসছে ‘বিসমিল্লা’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার টিজার পোস্টার, যা শুরুতেই চমক তৈরি করেছে দর্শক মনে। পোস্টারে সানাইয়ের গায়ে নাকের নথের মতোই পরানো রয়েছে একটি নথ। মাথার ওপর একটি লাল টিপ।

   

সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিনেমায় ৮ বছরের ছোট ঋদ্ধি সেনের সঙ্গে প্রেম করতে দেখা যাবে তাঁকে। প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এছাড় এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তীকে।

গল্পের প্লট অনুযায়ী এক মুসলিম পরিবারের ছেলে ঋদ্ধি, যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সানাইয়ের সুরই কি তবে দু’জন অসমবয়সীর মনে প্রেমের জোয়ার তুলবে ? তার জন্য কিছু দিন ধৈর্য্য ধরতে হবে।

কলকাতা-পুরুলিয়া শুটিং শেষ হয়েছিল দু’বছর আগেই। ২০২০-তেই মুক্তি পাওয়ার কথা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’। কিন্তু, করোনার কারণে এই সিনেমার মুক্তিও পিছিয়ে দেওয়া হয়। অবশেষে দু’বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। ১৯ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘বিসমিল্লাহ’।