‘ব্ল্যাকমেল করে শুভেন্দু টাকা নিত’ পুলিশের গাড়ির সামনে বিস্ফোরক সুদীপ্ত সেন

সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় সুদীপ্ত সেনের (Sudipta Sen) একটি মন্তব্য ভিডিও শেয়ার করেছেন লোকসভার তৃ়ণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, এভাবেই শুভেন্দুর মারফত টাকা…

Shradha Scam, Sudipta Sen, Suvendu Adhikari, TMC, BJP

short-samachar

সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় সুদীপ্ত সেনের (Sudipta Sen) একটি মন্তব্য ভিডিও শেয়ার করেছেন লোকসভার তৃ়ণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, এভাবেই শুভেন্দুর মারফত টাকা চলে গেছে মোদী-শাহর পার্টিতে।

   

এর পরেই বিতর্ক শুরু। কারণ, সুদীপ্ত সেন যখনকার কথা বলছেন তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে। ফলে সোশ্যাল মিডিয়ায় উল্টো আক্রমণের মুখে পড়ছেন ডেরেক।

সারদা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে সারদা কর্তা সুদীপ্ত সেন জেলে আছেন। শুক্রবার সল্টলেকের এমপি-এমএলএ কোর্টে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে আসেন তিনি। সিবিআই ডিরেক্টরকে তিনি যে দ্বিতীয় চিঠি লিখেছিলেন তাতে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে বলে জানান। সারদাকর্তা বলেন, শুভেন্দু আমায় ব্ল্যাকমেল করত।

শুভেন্দুকে নিয়ে সারদা কর্তার মন্তব্য ও সেটির ভিত্তিতে ডেরেক ও’ব্রায়েনের টুইটে বিতর্ক বাড়ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলেই জড়িয়ে শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের একটি চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। চলতি মাসেই সেই চিঠি সিবিআইয়ের কর্তাকে সুদীপ্ত সেন লিখেছেন। সেখানে স্পষ্ট করা হয়েছে সুদীপ্ত সেন সিবিআই ডিরেক্টরকে শুভেন্দু অধিকারীর বিষয়েও একাধিক কথা উল্লেখ্য করেছেন।